04-03-2023, 01:36 PM
(04-03-2023, 11:37 AM)dtuk1 Wrote: আচ্ছা, এই গল্পটা কি ChatGPT দিয়ে লেখা হয়েছে ?
দাদা, ChatGPT সম্বন্ধে আমার বেশেষ কোনো জ্ঞান নেই। আপনার কমেন্ট পরে, একটু খোঁজ খবর নিলাম। শুনলাম, এই বছর UPSC পরীক্ষায়, ChatGPT নাকি FAIL করেছে।
যাই হোক, ChatGPT এর আমার কোনো দরকার নেই। তবে, যদি আমি এমন কোনো বন্ধু বা শুভাকাঙ্খী পাই, যে আমার লেখা আগে পড়ে, আমার ভুল ত্রুটি, ভাষার অসচ্ছতা শুধরে দিতে পারে, এক কোথায় আমার লেখা edit করে দিতে পারে, তাহলে আমি নিশ্চই তার সাহায্য নেবো, ChatGPT এর নয়।
আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম।
তবে আপনার কমেন্ট পরে বুঝলাম, আপনি আমার গল্পটা পড়ে মুগ্দ্ধ হয়েছেন, তাই আপনার মনে এই প্রশ্ন জেগেছে। অশেষ ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সাথে থাকুন।