04-03-2023, 10:33 AM
পুরো গল্পটি এক মনে পড়লাম, অসাধারন একটি লেখা! খুব ভালো নূতন চিন্তা ভাবনার বুদ্ধিদীপ্ত গল্প, বাংলাতে অনুবাদ করার জন্য লেখাটিতে একটু বিজাতীয় ভাব এলেও লেখার রসভান্ডারে কোনো প্রভাব পড়ে নি। যৌনতাকে এক অতি সুন্দর শৈল্পীক ও উপভোগ্য ভঙ্গীতে নিয়ে এসে খুব ভালো জায়গায় গল্পটি সমাপ্ত হয়েছে। ভবিষ্যতে আরো এইরকম অনেক সুন্দর লেখা এই ফোরামে আমরা পাবো আশা রাখি। খুব ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ জানাই ।