03-03-2023, 08:46 PM
(03-03-2023, 10:40 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: কাহিনী ভাল কিন্তু ভয়ের ঘনঘটা আনিবার সকল রসদ মজুত থাকা সত্ত্বেও কাহিনী অত্যন্ত ক্ষুদ্র হইল, ফলে, ভয়ের আঙ্গিক সেইভাবে রচিত হইল না, ইহা লহিয়া আমি যারপরনাই হতাশ! সেই কবে ব্রাম সাহেব ড্রাকুলা আনিয়াছিলেন তাহার পর হইতে রক্তচোষকদিগের লহিয়া বহুবিধ কাহিনী রচিত হইয়াছে। তমালের নিশিযাত্রা নিশি শেষ হইবার পূর্ব্বেই নিশি দ্বারাই শেষ হইয়া গেল! এই সমাপন সুন্দর তাহাতে সন্দেহ নাই, গল্পের বুনোট যথেষ্ট ভাল বিশেষ করিয়া অলঙ্কারের সমুচিত ব্যবহার দৃষ্টিনন্দন হইয়াছে, পরিণত কলমের মুন্সীয়ানা নজরেও প্রতিভাত হইয়াছে।
আসলে গল্পটা বাড়ানো যেত বা আকার আয়তনে বৃদ্ধি পেতো যদি তমাল জ্ঞান হারানোর আগে ভয় পেয়ে আরো অনেক রকম কার্যকলাপ করতো এবং তার সঙ্গে নিশির করা প্রত্যেকটি আঘাত দেখানো যেত। এর ফলে আরো ভয় এবং বিভীষিকার সৃষ্টি হতো। কিন্তু এর কোনটাই আমি করিনি। তাই তোমার কথার সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত। গল্প অত্যন্ত ছোট হয়েছে .. এ কথা সত্য।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)