02-03-2023, 12:48 PM
(02-03-2023, 08:58 AM)Somnaath Wrote: প্রথম প্যারাগ্রাফের পর থেকেই বুঝতে পেরে গিয়েছিলাম নিশি কে এবং ওর টার্গেট বা এরপর কি হতে চলেছে, এই সম্পর্কে। কিন্তু প্রত্যেকটি লাইনে এমন রহস্য সৃষ্টি করছিলে যে পড়ার সময় এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারিনি এই গল্পটি থেকে। আসলে এটাই তো তোমার লেখনীর জাদু। একটা প্রকৃত ভয়ের বা ভৌতিক যাই বলো না কেন - এরকম গল্প যেরকম হওয়া উচিত, একদম সেরকমই হয়েছে।
শিশু সাহিত্য থেকে রোমান্টিক গল্প, অঙ্কন থেকে নাটক, কবিতা থেকে বড়দের উপন্যাস - এই ফোরামের একমাত্র লেখক তুমি যে এই সমস্ত বিভাগগুলোতে সফলতার সঙ্গে বিচরণ করেছ। তোমাকে পেয়ে আমরা ধন্য এবং তার সঙ্গে এই ফোরামও।
এইরকম মন্তব্য পেলে লেখার ইচ্ছে হাজার গুণ বেড়ে যায়। রেপু রইলো এই মন্তব্যের জন্য।