02-03-2023, 10:00 AM
(01-03-2023, 11:03 PM)S_Mistri Wrote: এক্ষেত্রে আপনার নিখাদ, আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই....
ছোট ভাই হিসেবে আপনার কাছে অনুরোধ যে, বাংলা ভাষার আড়ষ্টতা কাটানোর জন্য শরৎ (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) পরবর্তী লেখকদের লেখনি সময় সুযোগ বুঝে পড়ে দেখতে পারেন.... এক্ষেত্রে বাংলার চলিত ভাষার প্রয়োগের আড়ষ্টটা কিছুটা কাটতে পারে..... তাছাড়া কিছু আধুনিক পারিবারিক বা কমেডি টাইপের বাংলা সিনেমা দেখতে পারেন...... এর ফলে আপনি গল্পের চরিত্র গুলির মধ্যে কথোপকথনটা আরও সহজেতর করে তুলতে পারবেন......
আর সব শেষে বলবো,,, আপনি বেশ কিছু ইংরেজি শব্দের বাংলা মানেটাও সেই সঙ্গে উল্লেখ করছেন....
এটা করার কেমন প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না..... আপনি মাঝে মাঝে ইংরেজি শব্দ প্রয়োগ করুন আপনার খেয়াল খুশি মতো, আমরা সেটাকে সুখপাঠ্য হিসেবেই গ্রহণ করব.....
আপনার বহুমূল্য উপদেশ, আমি নিশ্চই চেষ্টা করবো মেনে চলতে।
অশেষ ধন্যবাদ জানাই আপনাকে।