01-03-2023, 11:03 PM
(01-03-2023, 07:07 AM)dgrahul Wrote: প্রথমত আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আগেই আমি জানিয়েছি যে আমি প্রবাসী বাঙালি, দক্ষিণ ভারতে ছোটবেলার থেকে আছি। তাই বাংলা ভাষার উপর আমার দখল একটু কম। অনেক সময় আমি thesaurus আর dictionary ব্যবহার করি। তাই ভুল ত্রুটি মাফ করে দেবেন। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ মাথা পেতে স্বীকার করলাম। অশেষ ধন্যবাদ।এক্ষেত্রে আপনার নিখাদ, আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই....
ছোট ভাই হিসেবে আপনার কাছে অনুরোধ যে, বাংলা ভাষার আড়ষ্টতা কাটানোর জন্য শরৎ (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) পরবর্তী লেখকদের লেখনি সময় সুযোগ বুঝে পড়ে দেখতে পারেন.... এক্ষেত্রে বাংলার চলিত ভাষার প্রয়োগের আড়ষ্টটা কিছুটা কাটতে পারে..... তাছাড়া কিছু আধুনিক পারিবারিক বা কমেডি টাইপের বাংলা সিনেমা দেখতে পারেন...... এর ফলে আপনি গল্পের চরিত্র গুলির মধ্যে কথোপকথনটা আরও সহজেতর করে তুলতে পারবেন......
আর সব শেষে বলবো,,, আপনি বেশ কিছু ইংরেজি শব্দের বাংলা মানেটাও সেই সঙ্গে উল্লেখ করছেন....
এটা করার কেমন প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না..... আপনি মাঝে মাঝে ইংরেজি শব্দ প্রয়োগ করুন আপনার খেয়াল খুশি মতো, আমরা সেটাকে সুখপাঠ্য হিসেবেই গ্রহণ করব.....
প্রেম বিনে ভাব নাহি,
ভাব বিনে রস;
ত্রিভুবনে যত দেহ,
প্রেম হস্তে বশ।।
By: Syed alaol(1607-1680)
Modified