01-03-2023, 09:07 PM
(This post was last modified: 01-03-2023, 09:14 PM by Baban. Edited 3 times in total. Edited 3 times in total.)
এরকম রাতের আঁধারে সবুজের গভীরের রূপ নিয়ে লেখা গল্পের একটা আলাদা জাদু আছে। কেমন যেন একটা কাজ করে অন্তরে এগুলো পড়ার সময়। প্রকৃতি কত কি যে লুকিয়ে রাখে তার অন্তরে সে বোধহয় সে ছাড়া আর কেউ জানেনা। নিশিকে চিনতে ভুল করিনি কিন্তু তাও তার প্রতিটা পদক্ষেপ বাধ্য করছিলো ভয় পেতে। শেষে ওই বর্ণনা ভাবলেও কেমন কেমন লাগে উফফফফ! কি ভয়ানক! দারুন লাগলো গল্পটা ❤
আর অনেক ধন্যবাদ আমার কথা রেখে এমন কিছু লেখার জন্য ❤❤
আর অনেক ধন্যবাদ আমার কথা রেখে এমন কিছু লেখার জন্য ❤❤
গরম রক্ত চাই তার পিপাসা মেটানোর জন্য। তাজা রক্তের স্বাদ উফফফফ সেটা সাধারণ মানুষ কিভাবে তোরা বুঝবি? বোকার দল ভীতু অসহায় লোভী হয়ে যত কমজোর হবেততই যে তার লাভ। আবারো অপেক্ষায় থাকবে সে নতুন এক পথিকের।
পিপাসা! তার বড্ড পিপাসা!!