01-03-2023, 07:07 AM
(28-02-2023, 04:01 PM)Somnaath Wrote: পড়ে মনে হচ্ছে Google translate করে লেখা। তবে যাই হোক, এক নিঃশ্বাসে সবকটা আপডেট পড়ে ফেললাম। বাংলা ফোরামে এইরকম অভিনব কাহিনী এর আগে লেখা হয়নি। অসাধারণ বললেও কম বলা হয়। লাইক তো দিয়েছিই, তার উপর আজকের অবশিষ্ট আমার সমস্ত রেপু আপনাকে দিলাম। আশা করি গল্পটি শেষ করবেন।
প্রথমত আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আগেই আমি জানিয়েছি যে আমি প্রবাসী বাঙালি, দক্ষিণ ভারতে ছোটবেলার থেকে আছি। তাই বাংলা ভাষার উপর আমার দখল একটু কম। অনেক সময় আমি thesaurus আর dictionary ব্যবহার করি। তাই ভুল ত্রুটি মাফ করে দেবেন। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ মাথা পেতে স্বীকার করলাম। অশেষ ধন্যবাদ।