28-02-2023, 11:05 PM
(28-02-2023, 11:33 AM)Bumba_1 Wrote: এই দু'শো থেকে একদিন দুই হাজার তারপর দুই হাজার থেকে দুই লক্ষ রেপুটেশন অর্জনকারীদের মধ্যে তোমার নাম থাকুক, এই প্রার্থনাই করি। তোমার এই চলার পথে আমার মতো কিছু পাবলিক আসবে যাবে, কিন্তু একটাই অনুরোধ .. সর্বদা সৎ থেকো নিজের লক্ষ্যে .. তবেই তোমার সফলতাকে সবাই কৃতিত্ব দিতে বাধ্য হবে। keep it up ..
প্রণাম জ্যেষ্ঠ! এই আশীর্ব্বাদ আমি পরমাদরে শীষে লইলাম। আমার এই খুশীর দিনে তোমার পদার্পণ না ঘটিলে এ খুশীর বৃত্ত সম্পূর্ণ হইত না। আমি চেষ্টা করিব তোমার এই আশীষের সর্ব্বদা মান রাখার।