28-02-2023, 08:40 PM
তৃতীয় অধ্যায়ঃ
চন্দ্রলেখার উপাখ্যান -
পরিচ্ছেদ - ১ : চন্দ্রলেখার স্বাক্ষাৎকার (অন দ্যা ক্যামেরা)
বিপাশার ক্যামেরা স্বর্ণালীর ঘর থেকে বেরিয়ে চলছে চন্দ্রলেখার ঘরের দিকে। এ বাড়ির কাজের মেয়ে মিতালী বিপাশাকে রাস্তা দেখিয়ে নিয়ে চলেছে।
চন্দ্রলেখার ঘরে ঢুকে বিপাশা দেখে এক বিরাট ঘরে বিশাল এক শয্যায় চন্দ্রলেখা শুয়ে আছেন। লাল পাড় সাদা ধবধবে শাড়ী ও সিঁথিতে একরাশ সিঁদুর নিয়ে শুয়ে থাকা চন্দ্রলেখাকে দেখে বিপাশা বোঝে অসম্ভব আভিজাত্য ও অহঙ্কার মহিলাকে ঘিরে রয়েছে।
বিপাশা চন্দ্রলেখার মাথার কাছে রাখা একটা টুলে বসে বলে - " মাসীমা , আমি এসে গেছি। আপনাকে আগেই আমি খবর পাঠিয়েছিলাম ভিডিও অ্যালবামের জন্য আপনার ইন্টারভিউ নেব। "
চন্দ্রলেখা বিছানায় একটু উঠে বসলেন। "আঃ! আহহ ..... " চন্দ্রলেখার মুখ যন্ত্রণায় কুঁচকে উঠলো। বাতের ব্যথায় চন্দ্রলেখা প্রায় পঙ্গু হয়ে বিছানায় শয্যাশায়ী।
চন্দ্রলেখা বললেন - " আমার কথা ? আমার জীবনে এমন কোনও ঘটনা নেই যেটা তোমাকে আমি আলাদা করে শোনাবো।"
বিপাশা বলে ওঠে - " মাসীমা , প্রত্যেকের জীবনেই এমন কিছু কথা আছে যা সকলের সামনে বলা যায় না। আপনি স্বীকার করুন আর না করুন আপনার জীবনেও এমন কোনো গোপন ঘটনা রয়েছে যার কথা কাউকে কোনোদিন বলেননি। আমি আমার টেপরেকর্ডারে সেই ঘটনা রেকর্ড করবো , আর আমার ক্যামেরা ঘটনা বলার সময় আপনার চোখ-মুখের এক্সপ্রেশান ধরে রাখবে। "
চন্দ্রলেখার উপাখ্যান -
পরিচ্ছেদ - ১ : চন্দ্রলেখার স্বাক্ষাৎকার (অন দ্যা ক্যামেরা)
বিপাশার ক্যামেরা স্বর্ণালীর ঘর থেকে বেরিয়ে চলছে চন্দ্রলেখার ঘরের দিকে। এ বাড়ির কাজের মেয়ে মিতালী বিপাশাকে রাস্তা দেখিয়ে নিয়ে চলেছে।
চন্দ্রলেখার ঘরে ঢুকে বিপাশা দেখে এক বিরাট ঘরে বিশাল এক শয্যায় চন্দ্রলেখা শুয়ে আছেন। লাল পাড় সাদা ধবধবে শাড়ী ও সিঁথিতে একরাশ সিঁদুর নিয়ে শুয়ে থাকা চন্দ্রলেখাকে দেখে বিপাশা বোঝে অসম্ভব আভিজাত্য ও অহঙ্কার মহিলাকে ঘিরে রয়েছে।
বিপাশা চন্দ্রলেখার মাথার কাছে রাখা একটা টুলে বসে বলে - " মাসীমা , আমি এসে গেছি। আপনাকে আগেই আমি খবর পাঠিয়েছিলাম ভিডিও অ্যালবামের জন্য আপনার ইন্টারভিউ নেব। "
চন্দ্রলেখা বিছানায় একটু উঠে বসলেন। "আঃ! আহহ ..... " চন্দ্রলেখার মুখ যন্ত্রণায় কুঁচকে উঠলো। বাতের ব্যথায় চন্দ্রলেখা প্রায় পঙ্গু হয়ে বিছানায় শয্যাশায়ী।
চন্দ্রলেখা বললেন - " আমার কথা ? আমার জীবনে এমন কোনও ঘটনা নেই যেটা তোমাকে আমি আলাদা করে শোনাবো।"
বিপাশা বলে ওঠে - " মাসীমা , প্রত্যেকের জীবনেই এমন কিছু কথা আছে যা সকলের সামনে বলা যায় না। আপনি স্বীকার করুন আর না করুন আপনার জীবনেও এমন কোনো গোপন ঘটনা রয়েছে যার কথা কাউকে কোনোদিন বলেননি। আমি আমার টেপরেকর্ডারে সেই ঘটনা রেকর্ড করবো , আর আমার ক্যামেরা ঘটনা বলার সময় আপনার চোখ-মুখের এক্সপ্রেশান ধরে রাখবে। "