28-02-2023, 11:48 AM
(28-02-2023, 11:11 AM)Jupiter10 Wrote: মহাবীর্য ভাণ্ডারের "তেইশ হাজার" পাঠক। তাদের মধ্যে নব্বই শতাংশ অতিথি পাঠক(তারা শুধু পড়েন)। বাকি দশ শতাংশ রেজিস্টার সদস্য। তাদের মধ্যে নব্বই শতাংশও শুধু মাত্র গল্প পড়েন। লাইক, মন্তব্য, রেটিং, রেপুটেশন দেন না। বাকি দশ শতাংশের নব্বই শতাংশ "রেপুটেশন" দিতে জানেন না। আরও বাকি দশ শতাংশের নব্বই শতাংশ "রেপুটেশন" দিতে জানেন। কিন্তু তারা কমপক্ষে একসঙ্গে তিনটে গল্প পড়েন। "রেপুটেশনের" লিমিট মাত্র "পাঁচ"টা। আর যদি তিনটে গল্পে ভাগ হয়ে যায় তাহলে কোন দুটো গল্প "দুটো" করে রেপুটেশন পায়। ধরে নিলাম মহাবীর্য প্রতিটা আপডেটে একটা করে রেপুটেশন পান। তাহলে নিঃসন্দেহে তার এই "২০০" রেপুটেশন বহু কষ্টে সংগ্রহ করা।তার পারিশ্রমিক এটা। তার জন্য উৎসাহ,উদযাপন অবশ্যই জরুরী।
আমার তরফ থেকেও অভিনন্দন মহাবীর্য মহাশয়কে। ২০০ রেপুটেশনের মাইলস্টোন অর্জন করার জন্য।
সত্যি কথা। এ ফলক অর্জিত।