28-02-2023, 10:31 AM
(28-02-2023, 08:13 AM)Amihul007 Wrote: আপনার লেখার গঠন দারুন, কিন্তু কেন জানি না মনে হচ্ছে English থেকে translate করে বাংলায় লেখা।।
দাদা, আপনি ঠিকই ধরেছেন। প্রথমত আপনাকে জানাই, আমি প্রবাসী বাঙালি। ছোটো বেলার থেকে দক্ষিণ ভারতে থাকি। বাংলা ভাষা নিয়ে পড়াশুনো করি নি, বা কোনো দিনও পশ্চিমবঙ্গে স্থায়ী ভাবে থাকি নি। বাড়িতে বাবা মা এর কাছে শেখা, বাংলা। তাই সাধারণ বাঙালির যা word stock, তা আমার নেই। Serious কিছু বোঝাতে গেলে, আমাকে হয় english বা kannad ভাষায় লিখে, তা dictionary দেখে বাংলায় translate করতে হয়।
প্রথম প্রথম english এ গল্প লিখেছিলাম। কেউ কেউ আমাকে বললো, গল্পগুলো বাঙালীদের নিয়ে লেখা, তাই বাংলায় লিখতে। তখন থেকে বাংলায় গল্প লিখি। হয়তো ধীরে ধীরে, আরো স্পষ্ট করে সহজ বাংলা ভাষায় লিখতে পারবো। যাই হোক, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মনের কথা তুলে ধরেছেন বলে।