27-02-2023, 11:09 PM
(This post was last modified: 28-02-2023, 07:41 AM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-02-2023, 06:40 PM)Bumba_1 Wrote: প্রথমতঃ আমি কোনো জিনিস নিয়ে উচ্ছ্বাস প্রকাশ একদমই করি না, তার উপর সেটা যদি নিজের কারণে হয়, তাহলে তো তার থেকে অনেক দূরে থাকি। তাছাড়া রেপুটেশন আমার কাছে একটা সংখ্যা ছাড়া আর কিছুই নয়, একথা বহুবার, বহু জায়গায় বলেছি। তবে অনেক কষ্ট করে, অনেক সময় অপচয় করে কোনো কিছু সৃষ্টির পর যেমন পারিশ্রমিক পেতে ভালো লাগে, ঠিক তেমনই এই ফোরামে লেখার মধ্য দিয়ে কিছু সৃষ্টি করার পর রেপুটেশনের মাধ্যমে স্বীকৃতি পেতে মন্দ লাগে না। তবে মাত্র এই কটা (4টি) থ্রেডেই যে 2k অতিক্রম করলাম এটা ভেবে আমি যায়পরনাই আপ্লুত এবং আনন্দিত। আর এই সবকিছুই সম্ভব হয়েছে তোমাদের জন্য। পাঠকরাই হলো লেখকদের কাছে ভগবান। এইভাবেই পাশে থেকো সর্বদা বন্ধু আমার।
হ্যাঁ ,তোমার মতো এতো , বাংলায় জানিনা কি মানে ব্যালান্সড লোক খুবিই কম দেখা যায়।
ভালো থেকো , নিজের খেয়াল আগে। তোমার কিছু পুরোনো বন্ধু আছে দেখছি অনেক দিন ধরেই।
কাছাকাছি থাকা আর জানাশোনা মনে হয় , আমি একটু দূরে আছি চাকরির খাতিরে। হয়তো কোনোদিন দেখা হলেও হতে পারে।
Take care please.