27-02-2023, 10:12 PM
(27-02-2023, 09:06 PM)cuck son Wrote: বাবা, প্রায় সবার নাম নিয়ে এভাবে ধন্যবাদ পত্র লেখা মনেহয় আপনাকে দিয়েই সম্ভব । আপনার এই দ্বি শতকের সঙ্গী হতে পেরে আমিও আনন্দিত ।
আমিও ভীষণ আনন্দিত মহাশয় আপনাকে আমার এই সফরে সঙ্গী হিসাবে পাইয়া। সবাইকে লহিয়াই তো চলিতে হইবে মহাশয়, খুশীর দিনে উহাদিগকে ভুলিলে চলে যাঁহাদের নিমিত্ত এই খুশীর মুহূর্ত রচিত হইয়াছে! কুশলে মঙ্গলে থাকুন, আসিতে থাকিবেন এই দীনের কুটিরে।