27-02-2023, 06:25 PM
(27-02-2023, 03:54 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: হে জ্যেষ্ঠ! এতকাল যাহা দিয়াছ তাহাই খাইয়াছি, কখনও কখনও লবণের মাত্রা হ্রাস আধিক্যে হয়ত কীয়ৎ ঘাড় হেলাইয়াছি কিন্তু খাইয়াছি অবশ্যই পাক সুস্বাদু বলিয়া।
কিন্তু, এইবার, আবারও বলিতেছি যদি তুমি বাস্তবিক ভূত আনিবার চেষ্টা করিতেছ তবে সময় ধরিয়া যতনে পাক দিয়া আন কারণ যেইরূপ কিছু কিছু ফুচকাপ্রেমী যত ঝালই হোক, নোলা টানিতে টানিতে চক্ষু লাল করিয়া, কান হইতে ধুঁয়া বাহির করিয়া, "ঝাল কৈ দাদা! ও দাদা! আরেকটু ঝাল দেন!" ঘোষণা করে সেইরূপ আমিও ভূতের গল্পতে, "দাদা আরেকটু ভয় দেন!" বলিয়া থাকি। যে ভূত পিলে চমকাইতে পারিল না, যে ভূত বর্ত্তমানের রাত্তিরে জলবিয়োগে যাইতে হৃৎকম্প ধরাইয়া দিতে সক্ষম হইল না, যে ভূতকে পড়িবার পর শূণ্য ঘরে বিবিধ শব্দ শুনিয়া পরিধানের উপবীতের গাছাখানি হস্তে বাগাইয়া আমি কুলশ্রেষ্ঠ ', সন্তান আমার আবার কীসের ভয়! ভাবিবার প্রয়োজন হইল না সেই ভূতকে ভূত দূরে থাকুক আমি নিতান্ত অতীত বলিয়াও সম্মান দিই না। তাই ঢালিয়া দাও, আরও দুই হাঁড়ি ভয় ঢালিয়া দাও! উঁহু তাহার পরেও কম পড়িতেছে মনে হইতেছে, এক কাজ কর, ওই বড় গামলাভর্তি যতটা ভয় আছে, তাহার সবটুকুই ঢালিয়া দাও দিকিনি! নাহ! তাহাতেও পোষাইতেছে না, ওই ড্রামের ভয়টুকুও দিয়া দাও আর শেষ পাতে নাহয় একঘটি ভয় দিয়া দিও মিষ্টতা আনিবার নিমিত্তে! প্রথম লাইনেই প্রস্রাব ছুটিয়া যাউক! তবেই না হইল গিয়া ভয়! আর তবেই হইবে ভূতের সার্থকতা!
ভূত কিনা জানিনা, তবে ভয়ের কিছু তো অবশ্যই থাকবে এবং সেটা ভালো করে রান্না করে তবেই পরিবেশন করবো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য