27-02-2023, 11:03 AM
(23-02-2023, 09:31 PM)Bumba_1 Wrote:(২)
সেদিন রাতে তাদের বাড়িতে বিধায়কের কুলাঙ্গার ছেলে মুন্না এবং তার তিন সঙ্গীর আবির্ভাব ঘটেছিলো। চার দুর্বৃত্তের অন্তরে কম্পন সৃষ্টি করে চতুর্দশী বালিয়াড়ি। বিকৃত মস্তিষ্কে খেলা করে কামার্ত ভাবনা। অতঃপর নৈঃশব্দ্যে আনমনা বাতাসে ভেসে বেড়ায় বালিয়াড়ির চাপা কান্না, বুকভরা হাহাকার আর দীর্ঘশ্বাস! সবশেষে অমর্ত্যর চোখের সামনেই প্রথমে নিজের সতীত্ব এবং পরে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছিলো তার প্রাণের চেয়েও প্রিয় অর্ধাঙ্গিনী অদিতিকে।
অপূর্ব! জরাসন্ধের ধনরাজ তামাং গল্পের কথা মনে করিয়ে দেয়