26-02-2023, 07:26 PM
(26-02-2023, 06:45 PM)nextpage Wrote: যখন থামবে কোলাহল
নিঝুম চারিদিক...
কোলাহল থামেই আবার শুরু হবার আশা নিয়ে, হঠাৎ করেই অনেক চরিত্রের আগমন। খানিক হট্টগোল হতেই পারে তবে কতোটা সেটা সময় বলে দিবে।
এই গল্পে সুখ দুটো ক্যারেক্টার প্লে করছে। যখন সে বাকি চরিত্রদের সাথে থাকে তখন সে বাস্তববাদী, ভার স্থির, ছিমছাম। কিন্তু সে যখন মোমোর সাথে থাকে তখন সে এক নাদান শিশু, ভালোবাসার ভিখারি আর তিতা হলেও সত্য কাম পাগল। দুটো চরিত্র একে অন্যের সাখে যায় না কিন্তু দুটো মিলেই সুখ।
অনেকেই কিছু একটা ভয় পাচ্ছে তবে আমি পাচ্ছি না। কারণ আমি মনে করি এতো সহজ সরল কখনো জীবন হতে পারে না। সেটা গল্প হোক কিংবা বাস্তবে।
হোকনা গল্পে কিছুটা সুখ সমাপ্তি। লাইলী-মজনু, শিরিন-ফরহাদ, দেবদাস-পার্বতী তো কতই কাঁদিয়েছে পাঠককে গল্পের পাতায়, কিছুটা সুখ সমাপ্তি আশা করতেই পারে পাঠক অবশ্য সবটাই নির্ভর করে লেখক কামদেব দাদার উপরে। কামদেব দাদাও তো ইতিপূর্বে পাঠকের মন কম ভাঙ্গেননি তার "পরাবৃত" কিংবা "কোন কূলে যে ভিড়লো তরী" গল্পে...........