26-02-2023, 02:09 PM
(26-02-2023, 09:43 AM)Somnaath Wrote: গল্পটা ফাটাফাটি তবে এটা আগেও তো একবার পোস্ট করেছিলে , আবার এখানে করলে?
past is past, সে যখন করেছিলাম তখন করেছিলাম। এখন আর কোথাও খুঁজে পাবে না। এখন সব গল্পগুলো এক ছাতার তলায় নিয়ে এসেছি। উপরমহল থেকে খবর আছে একজন সদস্যের একটাই সংগৃহীত গল্পের থ্রেড রাখার কথা চলছে এবার থেকে এই ফোরামের বাংলা বিভাগে। সেখানে যত পারো গল্প দাও, কিন্তু পাগলের মত দিনের পর দিন একটার পর একটা থ্রেড খোলার জন্য নতুন গল্পগুলো হারিয়ে যাচ্ছে। তাই ওই সমস্ত থ্রেড ডিলিট করা হবে আর তার সঙ্গে প্রাপ্ত রেপুটেশনগুলো উড়ে যাবে। তাই আমি আগেভাগে এই থ্রেডে বাকি গল্পগুলো ঢুকিয়ে নিলাম। যাতে ভবিষ্যতে আমার কোনো প্রবলেম না হয়।