25-02-2023, 01:52 PM
(24-02-2023, 09:04 PM)Bumba_1 Wrote: না না, আমি ঠিক বোঝাতে পারছি না তোমাকে। তুমি আমাকে ভুল ভাবছো। যৌন উপন্যাস লিখেছি বলে আমি নিজেকে ছোট ভাবছি না বা নন-ইরোটিক গল্পগুলিতে সফলতা পেয়েছি বলে আমি এটা কখনো বলছি না, যে ওই গল্পগুলো লেখা আমার ভুল হয়েছিলো। তুমি যেমন ইরোটিক এবং নন-ইরোটিক গল্প একসঙ্গে লিখেছো এবং সফলতার সঙ্গে লিখেছো, আমিও তো ওই উপন্যাসগুলো লেখার সঙ্গে সঙ্গে সৃষ্টি থ্রেড চালিয়ে গিয়েছি। আমার বক্তব্য হলো আসলে আর যৌন উপন্যাস লেখার জন্য কোনো তাগিদ অনুভব করছি না। যদি আবার কখনো তাগিদ অনুভব করি, তাহলে অবশ্যই শুরু করবো নতুন করে।
নানা আমি সেইভাবে বলতে চাইনি যে তুমি তোমার লেখাকে ছোট কোরো। আমি বলছি যে সৃষ্টির পাশাপাশি যদি কখনো ইচ্ছে হয় আবারো উত্তেজক কিছু লিখো। অবশ্যই যদি সত্যি লেখার মতো গল্প ও ইচ্ছা আসে তখনই। ♥️♥️
আর হ্যা..... শুধু আমিই কি ভয়/ভৌতিক নিয়ে লিখে যাবো নাকি? একটু তুমিও কিছু ছাড়ো গুরু। আমরা পড়ি।