25-02-2023, 12:14 PM
(23-02-2023, 04:28 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: আপনি মশাই ভারি সাঙ্ঘাতিক লোক দেখিতেছি। আপনার পিছনে ছুটাছুটির দরুন আমার যে বিস্তর কালঘাম ছুটিতেছে তাহার দরুন টাকা পাইলে আমি বড় বড় জগৎ শেঠের সহিত একাসনে বসিতাম। সেযাত্রা বৃহস্পতি যবে বিচ্যুত হইল আপনি আসিয়া গল্প পাঠে লাইক আর রেপু মারিয়া পলায়ন করিলেন। এইবারে বিজয়ের বিসিএস জয় গপ্পে যদিবা দর্শন দিলেন তাও স্রেফ লাইক মারিয়া দৌড় দিলেন!! কমেন্ট দূরে থাক মায় রেপুর ধার অব্দি ধারিলেন না! এই মাগ্গিগণ্ডার বাজারে যখন ধার না করিলে জগৎ আঁধার হয় তখন আপনি আমাকে এক্কেবারে নিরাধার করিয়া পগার পার হইলেন। কে মশাই আপনার নাম কাক সন রাখিয়াছিল! আপনার নাম বক সন হওয়া দরকার ছিল আপনি আমাকে বক দেখাইয়া ভাগিয়া ভাগলপুরে পলায়ন করিলেন। ভয় হয় আগামীবার লাইক রেপু কমেন্টের সামান্যতম চিহ্ন রাখিবেন না পাছে এই গরীব বামুন পাওনা আদায় করিতে পিছু নেয়!!
যাহা হউক, আমি আপনার ন্যয় নহি। গপ্পো আমি পড়িলাম, পড়িয়া আমার ভাল লাগিয়াছে তাহা আমি বিনম্রচিত্তে জানাইতেছি। বড় অদ্ভুত রচনা আপনার। ব্রহ্মপুত্র নদ যেথায় যমুনা নদী হইয়াছে সেই নদীতটে বসিয়া আপনি বড়ই সুন্দর কলম ঘষিয়াছেন। চরণে রেপু নিবেদিত হইল গ্রহণ করিলে কৃতার্থ হই।
অজস্র বানান ভুল আর বাক্য ভুলের পরও আপনার কাছে যে ভালো লেগেছে সেটা জেনে আমি আপ্লূত , লাইক আর রেপু তো বাড়তি পাওনা ।
বার বার আপনার হাতে পাকড়াও হচ্ছি জনাব , তাই আজ হতে প্রতিজ্ঞা করলাম , একটি শব্দ হলেও লিখে আসবো আপনার থ্রেডে ।