24-02-2023, 09:07 PM
(24-02-2023, 06:11 PM)Sanjay Sen Wrote: সব কিছুই বুঝলাম। কিন্তু ঠিক যেরকম ভাবে প্যারালাল ফিল্মের সাথে সাথে হার্ডকোর কমার্শিয়াল ফিল্মে (যেটা এখন আর তিনি করেন না বা করতে চান না) বুম্বাদার প্রয়োজন আছে ফিল্ম ইন্ডাস্ট্রির মঙ্গলার্থে। ঠিক সেইরকম ভাবেই সৃষ্টি থ্রেডের পাশাপাশি যৌন উপন্যাস বা গল্পেও (কিন্তু সে আর ওইসব লিখতে চায় না) আমাদের বুম্বার প্রয়োজন আছে এই ফোরামের মঙ্গলার্থে। কথাটা বিবেচনা করলে খুশি হবো।
আরে দাদা কার সঙ্গে কার তুলনা করছো! নামের মিল থাকলে কি হবে .. কোথায় উনি আর কোথায় আমি! তবে বর্তমানে কোনোরূপ ইচ্ছে না থাকলেও ভবিষ্যতে যদি আবার তাগিদ অনুভব করি তাহলে দুষ্টু বুম্বা হয়ে ফিরে আসবো স্বমহিমায়। কথা দিলাম