24-02-2023, 09:04 PM
(24-02-2023, 07:05 PM)Baban Wrote: এক্স ফ্যাক্টর নেই? ইয়ার্কি হচ্ছে? বলে কিনা অমন সব বর্ণনা পরে কেমন কেমন লাগতো। তা সে দুষ্টু ঐসব বর্ণনা হোক বা একেবারে বিপরীত কাছে আসার গল্প।
আমি যখন শুরু করি লেখা কাম লালসা দিয়ে সেটা আজ দেখলে ভাবি গুরু লিখেছিলাম বটে একটা গল্প। ভালোবাসা বা বাস্তবের সেইভাবে এক বিন্দু নেই কিন্তু যৌনতা ভোরে ভোরে আছে। কিন্তু সেই লেখাটাই বহু পাঠককে আমার কাছে নিয়ে এসেছে। তাই আজ যদি আমি আমার ওই গল্পটাকে বলি ওটা একদম বাজে গল্প ছিল তাহলে বেইমান ছাড়া আর কিছুই হবোনা। তারপরে যত এগিয়েছি ততো লেখার হাত খুলেছে। ভাষা পাল্টেছে। প্রকাশ শৈলী পাল্টেছে।
একদিন যৌন গল্প ছাড়া অন্য কিছু লিখবো ভাবিনি। কিন্তু একদিন ভাবলাম লিখিই না একটা একেবারে অন্যরকম গল্প। লোকেদের ভালো না লাগলেও আমার জন্য লিখি। সেখান থেকে দূরত্ব এলো, তারপরে বন্ধু তারপরে তোমাতে আমাতে দেখা হয়েছিল।তারপরে একের পর এক। এমন কি এই ফোরামে ভুল করে ছোটদের জন্য গল্প পর্যন্ত লিখে ফেললাম। কেন লিখেছিলাম সে রহস্য আজও ভেদ করতে পারিনি। হয়তো ভেতরের কেউ একজন বলেছিলো লিখেই দেখ না।
আমি জানি যে ওসব গল্পের ভিউ ভয়ানক হবেনা যতটা আমার অন্যান্য ইরোটিক গপ্পে পাবো কিন্তু যে কজন পড়বে ওগুলো তারাই আমার পাঠক। লিখবো তাদের জন্যই। তাদের সংখ্যাও কিন্তু বেড়েছে। যখন তুমি শুধুই এখানকার পাঠক ছিলে তখনি তুমি দেখেছো দুই বাবানকে। তোমার মতামত অন্যদের সাথে মিশে আলাদা লেভেলের অনুপ্রেরণা দিয়েছে প্রতিবার।
এতো কিছু বলার কারণ হলো আমি কিন্তু নন ইরোটিক লিখতে লিখতে অন্য বাবান হয়েই থেকে যাইনি। আমি কিন্তু সেই আগের বাবানটাকেও বার বার নিজের কথা বলার সুযোগ দিয়েছি। কিছু কথা ছিল মনে থ্রেডে একের পর এক ভিন্ন গল্প লিখতে লিখতেও নষ্ট সুখ বা লোভে পাপ কিংবা আমার ছোট গল্প ও রসভাণ্ডারে চরম উত্তেজক বর্ণনা দিতে একবারও নিজেকে আটকায়নি। তখন ভোরে ভোরে দুষ্টু বর্ণনা দিয়েছি। এক্স ফ্যাক্টর মানেই শুধু যেমন ইরোটিক বর্ণনা নয়, লেখার শৈলীটাই আসল তেমনি প্রয়োজনে চরম কামুক কিছু লেখাতেও ক্ষতি নেই। তাতে বাস্তবের ব না থাকলেও চলবে। লেখার গুনে সেটা পূরণ করা যায়। তাই বলবো শুধুই সৃষ্টিতে আটকে থেকোনা, যদি উত্তেজক কোনো গল্পের আইডিয়া মাথায় আসে সেটাও লেখার কথা ভেবো। মোটেই উপন্যাস নয়। আমার মতো ছোট গল্প হলেও চলবে। তোমার কাছে যেটা এক্স ফ্যাক্টর নয় সেটা হয়তো অনেকেরই কাছে এক্স ওয়াই জেড সব হয়ে যেতে পারে। তাই কালি কলম ও মনকে বলো মাঝে মাঝে দুস্টু হতে ক্ষতি নেই। অবশ্যই সময় ও শরীর বুঝে।
না না, আমি ঠিক বোঝাতে পারছি না তোমাকে। তুমি আমাকে ভুল ভাবছো। যৌন উপন্যাস লিখেছি বলে আমি নিজেকে ছোট ভাবছি না বা নন-ইরোটিক গল্পগুলিতে সফলতা পেয়েছি বলে আমি এটা কখনো বলছি না, যে ওই গল্পগুলো লেখা আমার ভুল হয়েছিলো। তুমি যেমন ইরোটিক এবং নন-ইরোটিক গল্প একসঙ্গে লিখেছো এবং সফলতার সঙ্গে লিখেছো, আমিও তো ওই উপন্যাসগুলো লেখার সঙ্গে সঙ্গে সৃষ্টি থ্রেড চালিয়ে গিয়েছি। আমার বক্তব্য হলো আসলে আর যৌন উপন্যাস লেখার জন্য কোনো তাগিদ অনুভব করছি না। যদি আবার কখনো তাগিদ অনুভব করি, তাহলে অবশ্যই শুরু করবো নতুন করে।