24-02-2023, 04:34 PM
(This post was last modified: 24-02-2023, 05:06 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-02-2023, 02:17 PM)Sanjay Sen Wrote: এই কথাগুলো এর আগেও তুমি অনেকবার বলেছ। বারবার এই কথাগুলো repeat করে পক্ষান্তরে তুমি তোমার গুণমুগ্ধ পাঠকদের অপমান করছ বলে আমি মনে করি। সতীলক্ষ্মীর সর্বনাশ, নাগপাশ, চক্রব্যূহে শ্রীতমা -- এই যৌন উপন্যাসগুলোর পাহাড় প্রমাণ সাফল্যই কিন্তু তোমাকে আজ বুম্বা বানিয়েছে। এই গল্পগুলো লিখেছিলে বলেই তুমি আজ এই ফোরামের একজন স্বনামধন্য লেখক বলে পরিচিত সবার কাছে। হ্যাঁ, এখন হয়তো তোমার আর যৌন উপন্যাস লিখতে ভালো লাগে না বা লেখার কোনো দায় নেই বা আমার ধারণা ভবিষ্যতে আর লিখবেও না। কারণ, তুমি এখন একজন main stream লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও। তাই বলে তোমার অতীতকে বা ওই উপন্যাসগুলিকে ছোট করে দেখার কোনো অধিকার নেই। এই ধরনের মন্তব্য করার আগে, আমার কথাগুলো ভবিষ্যতে মনে রাখার চেষ্টা করো।
(24-02-2023, 04:13 PM)Baban Wrote:আমি পূর্ণ সমর্থন করি এ কথার। হ্যা লেখক হিসেবে নিজের লেখা নিয়ে অনেক কিছু বলাই যায় কারণ তার সৃষ্টি স্বয়ং ওই মানুষ দ্বারাই।
আসলে লেখক /লেখিকা হলেন মায়ের মতো। যারা অন্য মায়েদের সামনে নিজের সন্তানকে নামিয়ে তাদের সন্তানকে উচ্চ মানে রেখে বলে দেখ ও কত্ত ভালো আর তুই কি?
কিন্তু সেই মাই জানে তার হাত ধরে দাঁড়িয়ে থাকা মানুষটা তার কাছে কি? তাই আমি বলি আমি হই বা বুম্বা দা বা যে কোনো লেখক যে সত্যিই সৃষ্টির সম্মান করে তার কাছে নিজের আবিষ্কার কি জিনিস ভালো ভাবেই বুঝি।
তবে বুম্বাদাকে এটাও মনে রাখতে হবেওই লেখাগুলো আর তার নেই, ওগুলো ততক্ষনই তার ছিল যতক্ষণ ওগুলো প্রকাশ পায়নি। আজ ওগুলো আমাদের লেখা। তাই সাহস কি করে হয় ওগুলোকে ছোট করার
আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই এই ধরনের কথা ভবিষ্যতে আর বলবো না। তোমাদের দু'জনের বক্তব্যের সঙ্গেই আমি একমত।
তবে সত্যি কথা বলতে কি আমি ছোটবেলা থেকে যে জিনিসটা করেছি সফলতার সঙ্গেই করেছি বা এখনো করে চলেছি। পড়াশোনা থেকে উচ্চশিক্ষা, সাধারণ খেলাধুলা থেকে কলেজ এবং ইউনিভার্সিটিতে ফুটবল টিমকে রিপ্রেজেন্ট করা, বাড়িতে গান গাওয়া থেকে স্টেজ প্রোগ্রাম, পরবর্তীতে চাকরি .. সব ক্ষেত্রেই আমি সফল। কিন্তু লেখার চেষ্টা করিনি কোনোদিন, কলেজ লাইফের কয়েকটা বোকা বোকা প্রেমের কবিতা লেখা ছাড়া। তারপর যখন এই ফোরাম চোখে পড়লো এবং বিভিন্ন লেখকের লেখা পড়লাম (বাবান যদিও আমার পছন্দের লেখক, তাই ওর প্রতি আমি বরাবরই একটু biased), তখন মনে মনে ভাবলাম আমিও লেখার চেষ্টা করি, যদি সফল হই। কিন্তু লিখতে গিয়ে বুঝতে পারলাম আমার লেখার মধ্যে এমন কোনো এক্স-ফ্যাক্টর নেই বা সেই সময় খুঁজে পাইনি যাতে আমি একটা মেইন স্ট্রিমের গল্প লিখলে (যেটাতে যৌনতার লেশমাত্র নেই) লোকজন হামলে পড়ে পড়বে। তাই সেই এক্স-ফ্যাক্টরের শূন্যস্থান পূরণ করার জন্য যৌন উপন্যাস লেখা শুরু করলাম। তার মাঝখানেই শুরু হলো আমার সৃষ্টি থ্রেড। যেখানে আমি শুধুমাত্র আমার মনের পুষ্টির জন্য লিখতাম। তারপর একসময় দেখলাম এই থ্রেডে আমার পাঠকসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, পাঠকরা প্রথম দিকে বুঝতে না পারলেও পরবর্তীতে এই থ্রেডের এক একটা গল্পে প্রচুর লাইক পড়েছে/পড়ছে। তখনও যদিও আমার কিছুই মনে হয়নি। কিন্তু যখন গোলকধাঁধায় গোগোল উপন্যাসের অন্তিম খন্ড লেখা শুরু করলাম। তখন দেখলাম আমাকে আর বেগ পেতে হচ্ছে না লেখার ক্ষেত্রে। যেমনটা চাইছি ঠিক তেমনটা করেই লিখতে পারছি। সবাই বললো আমার লেখা স্টাইল নাকি চেঞ্জ হয়ে গিয়েছে আমার লেখনীর ধার নাকি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একটু খেয়াল করলেই দেখা যাবে অন্তিম খণ্ডে সেই অর্থে কোনো যৌনতার বর্ণনাই নেই। অথচ খুব কম দিন চলা অন্তিম খন্ড যখন শুরু হয়েছিল তখন ওই উপন্যাসের views ছিলো আড়াই লক্ষর থেকে একটু বেশি, এখন উপন্যাস শেষ হওয়ার পর প্রায় চার লক্ষ ছুঁই ছুঁই। এর থেকে এটাই বুঝলাম পাঠকেরা যৌনদৃশ্যের বর্ণনাগুলি ছাড়াও আমার লেখনীকে ভালবাসতে শুরু করেছে। তখন আমি মনে মনে ভাবলাম, 'এখন তাহলে আমাকে সেই এক্স-ফ্যাক্টরের শূন্যস্থান পূরণ করতে হলে যৌনতার আশ্রয় নিতে হবে না। যৌনতার আশ্রয় ছাড়াই আমি আমার কলমকে কথা বলাতে পারছি।' তাই ভবিষ্যতে আর ওই রাস্তায় ফেরার ইচ্ছে নেই।