24-02-2023, 04:13 PM
(This post was last modified: 24-02-2023, 04:15 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-02-2023, 02:17 PM)Sanjay Sen Wrote: এই কথাগুলো এর আগেও তুমি অনেকবার বলেছ। বারবার এই কথাগুলো repeat করে পক্ষান্তরে তুমি তোমার গুণমুগ্ধ পাঠকদের অপমান করছ বলে আমি মনে করি। সতীলক্ষ্মীর সর্বনাশ, নাগপাশ, চক্রব্যূহে শ্রীতমা -- এই যৌন উপন্যাসগুলোর পাহাড় প্রমাণ সাফল্যই কিন্তু তোমাকে আজ বুম্বা বানিয়েছে। এই গল্পগুলো লিখেছিলে বলেই তুমি আজ এই ফোরামের একজন স্বনামধন্য লেখক বলে পরিচিত সবার কাছে। হ্যাঁ, এখন হয়তো তোমার আর যৌন উপন্যাস লিখতে ভালো লাগে না বা লেখার কোনো দায় নেই বা আমার ধারণা ভবিষ্যতে আর লিখবেও না। কারণ, তুমি এখন একজন main stream লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও। তাই বলে তোমার অতীতকে বা ওই উপন্যাসগুলিকে ছোট করে দেখার কোনো অধিকার নেই। এই ধরনের মন্তব্য করার আগে, আমার কথাগুলো ভবিষ্যতে মনে রাখার চেষ্টা করো।
আমি পূর্ণ সমর্থন করি এ কথার। হ্যা লেখক হিসেবে নিজের লেখা নিয়ে অনেক কিছু বলাই যায় কারণ তার সৃষ্টি স্বয়ং ওই মানুষ দ্বারাই।
আসলে লেখক /লেখিকা হলেন মায়ের মতো। যারা অন্য মায়েদের সামনে নিজের সন্তানকে নামিয়ে তাদের সন্তানকে উচ্চ মানে রেখে বলে দেখ ও কত্ত ভালো আর তুই কি?
কিন্তু সেই মাই জানে তার হাত ধরে দাঁড়িয়ে থাকা মানুষটা তার কাছে কি? তাই আমি বলি আমি হই বা বুম্বা দা বা যে কোনো লেখক যে সত্যিই সৃষ্টির সম্মান করে তার কাছে নিজের আবিষ্কার কি জিনিস ভালো ভাবেই বুঝি।
তবে বুম্বাদাকে এটাও মনে রাখতে হবেওই লেখাগুলো আর তার নেই, ওগুলো ততক্ষনই তার ছিল যতক্ষণ ওগুলো প্রকাশ পায়নি। আজ ওগুলো আমাদের লেখা। তাই সাহস কি করে হয় ওগুলোকে ছোট করার