24-02-2023, 04:01 PM
(24-02-2023, 01:38 PM)Jupiter10 Wrote: আপনি লেখক। আপনি শত লেখকের লেখা পড়ে অনুপ্রাণিত হয়েছেন। আপনি বইমেলা এলে ছুটে যান। আপনার আলমারিতে বহু লেখকের বই সজ্জিত আছে। আমার বিশ্বাস আপনি কোনো দিন মনে করেন নি যে অমুকের লেখা অমুকের মতো। অথবা অমুকের মতো হলে ভালো হতো। অমুক লেখক সেরা। ইত্যাদি।
কারণ আপনি জানেন সবার মধ্যেই সেরা বলে কিছু একটা আছে।আপনি সবার লেখা পড়েই আনন্দ পান। হ্যাঁ বিষয় বস্তু আলাদা হতে পারে।
আপনি কখনই সত্যিজিৎ রায়ের লেখা পড়ে মনে করেননি যে সে শরদিন্দু বন্দোপাধ্যায়ের মতো লেখক নন উনি।
অথবা কেউ সত্যজিৎ রায়ের কাছে এই উপদেশ নিয়ে আসেননি যে আপনি ফেলুদা রচনা করছেন। কিন্তু ব্যোমকেশের মতো করে লিখলে ভালো হতো। এতে আপনিও একদিন শরদিন্দু বন্দোপাধ্যায়ের মতো হয়ে যাবেন।
সহমত .. তুলনা করাটা শুধু বোকামিই নয়, অজ্ঞানতার পরিচয়েও বটে।