24-02-2023, 02:17 PM
(24-02-2023, 11:52 AM)Bumba_1 Wrote: আমার অন্যান্য (আদিবাসাত্মক গল্প গুলোর কথা বলছি) থ্রেডকে কেউ অপছন্দ করলে বা হঠাৎ করে যদি দেখি রেটিং কমে যায় .. তাহলে মন থেকে বলছি, আমার একটুও দুঃখ বা কষ্ট হয় না। কারণ আমার লেখা ওই উপন্যাসগুলিকে আমি নিজেই বিশেষ নম্বর দিই না। তবে আমার লেখা সাম্প্রতিক উপন্যাস গোলকধাঁধায় গোগোল এবং সৃষ্টি থ্রেডটির রেটিং কেউ কমিয়ে দিলে ভীষণ খারাপ লাগে এ কথা জনসমক্ষে স্বীকার করতে আমার কোনো লজ্জা বা সঙ্কোচ নেই। কারণ এই দুটি থ্রেড আমার ভীষণ কাছের, ভীষণ ভালোলাগার, ভীষণ পছন্দের।এই কথাগুলো এর আগেও তুমি অনেকবার বলেছ। বারবার এই কথাগুলো repeat করে পক্ষান্তরে তুমি তোমার গুণমুগ্ধ পাঠকদের অপমান করছ বলে আমি মনে করি। সতীলক্ষ্মীর সর্বনাশ, নাগপাশ, চক্রব্যূহে শ্রীতমা -- এই যৌন উপন্যাসগুলোর পাহাড় প্রমাণ সাফল্যই কিন্তু তোমাকে আজ বুম্বা বানিয়েছে। এই গল্পগুলো লিখেছিলে বলেই তুমি আজ এই ফোরামের একজন স্বনামধন্য লেখক বলে পরিচিত সবার কাছে। হ্যাঁ, এখন হয়তো তোমার আর যৌন উপন্যাস লিখতে ভালো লাগে না বা লেখার কোনো দায় নেই বা আমার ধারণা ভবিষ্যতে আর লিখবেও না। কারণ, তুমি এখন একজন main stream লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও। তাই বলে তোমার অতীতকে বা ওই উপন্যাসগুলিকে ছোট করে দেখার কোনো অধিকার নেই। এই ধরনের মন্তব্য করার আগে, আমার কথাগুলো ভবিষ্যতে মনে রাখার চেষ্টা করো।