24-02-2023, 01:26 PM
(24-02-2023, 12:12 PM)Bumba_1 Wrote: এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই একথা কালকেও বলেছি, আজও জনসমক্ষে বলছি। এরপর মডারেটর যদি আমার মতামত জানতে চান (প্রত্যেকবারের মতোই) তখন না হয় দেখা যাবে।
জানিনা ওনারা কি করবেন। কারণ লাইক, ভিউ, রেপুটেশন, রেটিং এর ক্ষেত্রে আলাদা করে কোনো রকম ব্যবস্থা তৈরী করা হয়নি। যে এটা শুধু লেখকদের অথবা পাঠকদের। এখানকার লেখকরা সারাদিন পরিশ্রম করে ঘরে ফেরে লেখা নিয়ে বসে। তথ্য সংগ্রহ করে।অনেক সময় বাকি কাজ ফেলে লেখা লেখি করেন। তারা পারিশ্রমিক পাননা। তাহলে এখানে এসে কি পাবেন? একটু পাঠকদের লাইক আর বড়জোর রেপুটেশন।
এখানে কিন্তু সব লেখকের চাহিদা এক নয়। কিছু লেখক লেখার বিনিময়ে লাইক, রেপুটেশন চান। কিছু লেখক মন্তব্য পড়তে পছন্দ করেন। কেউ রেটিং চান। কারণ এগুলোর মাধ্যমে তারা নিজের লেখাকে যাচাই করে নিতে পারেন। আমরা জোর করতে পারি না। শুধু অনুরোধ করতে পারি।
আমাদের কলকাতায় এখনও অনেক জায়গা থেকে জাদু খেলা দেখাতে আসে। আগে বেশি আসতো। তারা তাদের জাদু খেলা দেখিয়ে থালা অথবা কৌটো এগিয়ে দিতো। তাদের কোনো দাবি থাকতো না। কেউ কিছুই দিত না। তাতেও সন্তুষ্ট হত।
এখানেও এইরকম। কেউ লাইক দেয়। কেউ রেপুটেশন দেয়। কেউ লাইক দেয় না। নেগেটিভ রেপুটেশন দেয়। ডি রেটিং করে। আপডেট চায়। অথচ গল্প এলে মন্তব্য করে না।
আমরা সব লেখকরা এই জিনিসের সম্মুখীন হয়েছি। কিন্তু কারও বিরুদ্ধে ষড়যন্ত্র অথবা রাগ উগরে দিইনি। যে অমুক "বিশেষ" লোক এবং লোকেরা করছে। ইত্যাদি। এইসব।
বাজারে আপেলের থেকে আলুর বিক্রি বেশি হয়। কিন্তু বিক্রেতারা একে ওপরের সঙ্গে চুলোচুলি করে না। আর আলু এবং আপেলের উভয়েরই কদর কমে না।হ্যাঁ যদি কেউ বাইরে থেকে এসে রাতদিন কানে এসে বলে দ্যাখ আলু আছে বলে আপেলের কদর কমে যাচ্ছে। আলু বিক্রেতারা আপেলের ব্যবসায়ী দের ক্ষতি করে দিচ্ছে। প্রত্যেকটা আলু ব্যবসায়ীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবো। কিছু একটা হতে চলেছে এই বাজারে। সব আলু খাওয়া গুলোর ব্যবস্থা করা হচ্ছে ইত্যাদি।
আজ নয় কাল আমারও রেটিং পড়ে নিচে নেমে যাবে। অন্য কোনো গল্প লিখলে হয়তো ভিউ পাবো না। তাই বলে আমি এক লেখকের সঙ্গে ওপর লেখকের বচসা বাঁধিয়ে তামাশা দেখবো। এটা কেবল মূর্খ হলেই করবো। যদি আমার তাদের সকলকে নিয়ন্ত্রণ করার বাসনা থাকে তো।
আমি ভেড়া পালক হবো আর সবাই ভেড়ার মতো আমার অঙ্গুলি ইশারায় কাজ করবে।