24-02-2023, 12:14 PM
(24-02-2023, 11:03 AM)Jupiter10 Wrote: লেখক স্বতন্ত্র। কারও নিয়ন্ত্রণে যেন না থাকেন। সে মিথ্যা প্রশংসার দ্বারা অথবা অন্য কোনো ছলনার দ্বারা।
এখানে প্রত্যেক লেখক সেরা। তাকে শুধু এই বলে ছোট করে দেওয়া হয় যে তোমার লেখা অমুক লেখকের মতো। মানে সেই লেখককে রিমাইন্ড করে দেওয়া হচ্ছে যে যতই বড় লেখক হও তোমার অবস্থান কিন্তু তার নিচে। এর পর থেকে তুমি তার গুনগান করবে। আমার গোষ্ঠীবদ্ধ হবে। এবং আমার নিয়ন্ত্রণে থাকবে।
এই বক্তব্যের সঙ্গে আমি ১০০% সহমত এবং ঠিক একদম এই কথাগুলোই আমি কয়েকদিন আগে মহাবীর্য্যকে বলছিলাম (ওর একটা জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে)। তুলনা জিনিসটা আমি ভীষণ অপছন্দ করি। এখানে সবাই নিজের মতো করে সেরা।