24-02-2023, 12:12 PM
(This post was last modified: 24-02-2023, 12:13 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-02-2023, 11:03 AM)Jupiter10 Wrote: এই বিষয়ে নীরব থাকবো বলে ভেবে রেখেছিলাম। কিন্তু এখন কিছু না বলে আর থাকতে পারলাম না।যেহেতু আমার জনপ্রিয়তা। আমার কঠোর পরিশ্রম দিয়ে গড়া পাঠকের ওপর প্রশ্ন হচ্ছে তখন এগিয়ে এলাম।রেপুটেশন কেবলমাত্র লেখকদের জন্য।লেখক দিনরাত কলম ঘষে এই রেপুটেশন টুকু অর্জন করেন। যেহেতু রেপুটেশনের ওপর, লাইকের ওপর নিয়ন্ত্রণ আছে সেহেতু প্রতি দশ মিনিটে "দাদা" র ফেক আই ডি দিয়ে কুটুস কুটুস করে লাইক এবং ভিউ বাড়িয়ে নাও আবার কি।এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই একথা কালকেও বলেছি, আজও জনসমক্ষে বলছি। এরপর মডারেটর যদি আমার মতামত জানতে চান (প্রত্যেকবারের মতোই) তখন না হয় দেখা যাবে।
আবার যেগুলোর ওপর নিয়ন্ত্রণ নেই যেমন ভিউ, রেটিং ওগুলো নিয়ে দিবারাত্রি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা। অমুকের লেখা এতো ভিউ, রিপ্লাই কি করে হতে পারে ইত্যাদি। আমার নাকি লক্ষাধিক ফেক id আছে।তারমধ্যে যদি একটাও আমার হয়। সেটা প্রমাণিত করতে পারলে তাহলে গসিপ ছেড়ে দেবো।
#Reputation for writers