24-02-2023, 11:52 AM
(24-02-2023, 10:31 AM)ddey333 Wrote: হা হা হা !!
কারা বা কে এসব করে তাহলে তুমিও বুঝতে পেরেছো তাহলে।
তবে এদের ( বা এর) এই দৌরাত্ব আর কতদিন চলবে সেটাই দেখার বিষয়।
আমার অন্যান্য (আদিবাসাত্মক গল্প গুলোর কথা বলছি) থ্রেডকে কেউ অপছন্দ করলে বা হঠাৎ করে যদি দেখি রেটিং কমে যায় .. তাহলে মন থেকে বলছি, আমার একটুও দুঃখ বা কষ্ট হয় না। কারণ আমার লেখা ওই উপন্যাসগুলিকে আমি নিজেই বিশেষ নম্বর দিই না। তবে আমার লেখা সাম্প্রতিক উপন্যাস গোলকধাঁধায় গোগোল এবং সৃষ্টি থ্রেডটির রেটিং কেউ কমিয়ে দিলে ভীষণ খারাপ লাগে এ কথা জনসমক্ষে স্বীকার করতে আমার কোনো লজ্জা বা সঙ্কোচ নেই। কারণ এই দুটি থ্রেড আমার ভীষণ কাছের, ভীষণ ভালোলাগার, ভীষণ পছন্দের। পরশুদিন রাত অব্দি সৃষ্টি থ্রেডের রেটিং ★★★★ ছিলো, তারপর রাত্রিবেলা হঠাৎ ব্রাউসিং করতে করতে দেখি কয়েক মিনিটের ব্যবধানে পর পর দুটো ★ পড়লো আমার এই থ্রেডে। ব্যাস ★★★ হয়ে গেলো। চোখের সামনে এই দৃশ্য দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। তাই কথাগুলো বললাম।
এর আগে লাইক, রেপুটেশন, ভিউজ এবং রেটিং নিয়ে আমাকে সেই অর্থে কোনোদিন সরব হতে দেখা যায়নি, ভবিষ্যতেও হবো না। কারণ আমি নোংরা রাজনীতির মধ্যে থাকতে চাই না। কিন্তু এক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে .. খালি চোখে দেখে কিছু বিচার করা উচিৎ নয়। আমরা যাকে বা যাদেরকে ভিলেন মনে করছি বা এটা মনে করছি যে কেউ একজন দলবাজি করে রেটিং কমিয়ে দিয়ে যাচ্ছে বিশেষ কিছু গল্পের। এমনও তো হতে পারে খেলাটা অন্য কেউ খেলছে, অর্থাৎ পেছন থেকে ছুরি মারছে! তাই উপযুক্ত প্রমাণ না পেলে মন্তব্য করা উচিৎ নয় বলেই মনে করি.