24-02-2023, 11:03 AM
(This post was last modified: 26-02-2023, 12:29 PM by Jupiter10. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-01-2023, 05:32 PM)rakeshdutta Wrote: সোমনাথদা, সেই স্বনামধন্য রেপুটেশনধারী কি নিজে অর্জন করেছেন? যদি টুকে পাস করে থাকেন তিনি, তাহলে মনে হয় "অর্জনকারী" বলা যায় না। বাগানো বললেই যথাযথ হয় নাকি?
দ্বিতীয়প্রশ্নঃ তাঁর সেই ফেক আইডি দিয়ে বাগানো রেপুটেশন কি এখনও হাজারেই সীমাবদ্ধ? নাকি দুই হাজার ছাড়িয়ে গেছে?
এই বিষয়ে নীরব থাকবো বলে ভেবে রেখেছিলাম। কিন্তু এখন কিছু না বলে আর থাকতে পারলাম না।যেহেতু আমার জনপ্রিয়তা। আমার কঠোর পরিশ্রম দিয়ে গড়া পাঠকের ওপর প্রশ্ন হচ্ছে তখন এগিয়ে এলাম।রেপুটেশন কেবলমাত্র লেখকদের জন্য।লেখক দিনরাত কলম ঘষে এই রেপুটেশন টুকু অর্জন করেন। যেহেতু রেপুটেশনের ওপর, লাইকের ওপর নিয়ন্ত্রণ আছে সেহেতু প্রতি দশ মিনিটে "দাদা" র ফেক আই ডি দিয়ে কুটুস কুটুস করে লাইক এবং রেপুটেশন বাড়িয়ে নাও আবার কি।
আবার যেগুলোর ওপর নিয়ন্ত্রণ নেই যেমন ভিউ, রেটিং ওগুলো নিয়ে দিবারাত্রি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর। অমুকের লেখা এতো ভিউ, রিপ্লাই কি করে হতে পারে ইত্যাদি। আমার নাকি লক্ষাধিক ফেক id আছে।তারমধ্যে যদি একটাও আমার হয়। সেটা প্রমাণিত করতে পারলে তাহলে গসিপ ছেড়ে দেবো।
কার ফেক id কাকে বেনিফিট দিচ্ছে একবার বোঝা উচিৎ।
গসিপের বিরাট সংখ্যক পাঠক জোগাড় করাতে আমার যা অবদান আছে সেটা বোধহয় আর কারও নেই।
কিন্তু ওই যে। আমার পাঠক কে অভিযুক্ত করা হয়। তারা নাকি এলেই রেটিং কমে যায়। (এটা কোন রিসার্চ করে পেয়েছেন) সেটা আমিও জানি না। আমার পাঠক নাকি আমারই ফেক আই ডি। আমি অন্যের গল্পে রিপোর্ট করি। এই সব রিসার্চ পেপার এখানে সাবমিট করা হয়।
ওপর দিকে বিষয়টা উল্টো। আমি লেখক দের অনুরোধ করি তারা যেন লেখন। কারণ ফ্রেশ গল্প, মৌলিক গল্প লেখক না থাকলে গসিপ চলবে না। কপি করা গল্পের আড়ালে নতুন লেখকের লেখা চাপা পড়ে যায়। ট্রেন্ড থেকে বেরিয়ে যায়। পাঠক পায়না।
আমার পাঠক, লেখক বন্ধুর বিরুদ্ধে প্রতিটা ষড়যন্ত্রে সরব হব।
লেখক স্বতন্ত্র। কারও নিয়ন্ত্রণে যেন না থাকেন। সে মিথ্যা প্রশংসার দ্বারা অথবা অন্য কোনো ছলনার দ্বারা।
এখানে প্রত্যেক লেখক সেরা। তাকে শুধু এই বলে ছোট করে দেওয়া হয় যে তোমার লেখা অমুক লেখকের মতো। মানে সেই লেখককে রিমাইন্ড করে দেওয়া হচ্ছে যে যতই বড় লেখক হও তোমার অবস্থান কিন্তু তার নিচে। এর পর থেকে তুমি তার গুনগান করবে। আমার গোষ্ঠীবদ্ধ হবে। এবং আমার নিয়ন্ত্রণে থাকবে।
#Reputation for writers