23-02-2023, 10:55 PM
(23-02-2023, 10:53 PM)Baban Wrote: হারিয়ে ফেলেছি তোমাকে তবু
হারায়নি তোমার স্মৃতি
তোমার কথা, তোমার স্বপ্ন
তোমার প্রিয় গীতি
তুমি আছো আজও আমার মাঝে
লুকিয়ে চুপটি করে
একরাশ কালো অন্ধকারেও
একবুক আশা ভোরে
তোমার জন্যই সৃষ্টির পথে
আমিই হলাম কাঁটা
বিকৃত যত কৃমি গুলোর
গলা দেখো আজ কাটা
বিচ্ছিন্ন করেছি যন্ত্র গুলো
যেগুলো তোমায় দিয়েছে ব্যাথা
ফালাফালা করে সবকিছু ঘেটে
বন্ধ করেছি ওদের গল্প কথা
তবুও কেন যে শান্তি পাইনা
বোলোনা ওগো প্রিয়?
কেন এতো রাগ, এতো ভয়,লোভ
এড়াতে পারিনা জানিও
দাঁড়িয়ে আজও নিজের সামনে
সবচেয়ে ভয় কেন লাগে?
কেন সে হাতে অস্ত্র তুলে
আমার পিছু পিছু ভাগে?
বাঁচাও আমায় ওগো প্রিয়তমা
রক্ষা করো আমায়!
অন্যের রক্তে হাত রাঙিয়ে
দাগ আজ আমার জামায়!!
-বাবান
দুর্দান্ত ওই সৃষ্টির জন্য সামান্য কয়েকটা লাইন আমার পক্ষ থেকে ♥️
অসাধারণ বললেও কম বলা হয় রেপু দিলাম এই দুর্দান্ত কবিতার জন্য।