23-02-2023, 10:53 PM
(23-02-2023, 10:31 PM)ddey333 Wrote: কি লিখছো ,কিন্তু কেউ কি কিছু বুঝবে ??
যারা বোঝার ঠিকই বুঝবে দাদা, আর যারা বুঝবে না তারা রেটিং কমিয়ে দিয়ে চলে যাবে।
(23-02-2023, 10:46 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: রুদ্ধশ্বাস এক থ্রিলার। অবসাদগ্রস্ত একজন স্বামী, প্রতিহিংসার আগুনে দগ্ধে যাওয়া এক খুনী, মানসিকভ্রমে পারসোনালিটি ডিসঅর্ডারে ভুগতে থাকা এক রোগী! বড় অসম্ভব সুন্দর এ কাহিনী। কোন মূল সাহিত্যের পাতায় ছাপা হইলে বোধহয় বেশী সম্মান পাইতো। চরণে দুইটি রেপু নিবেদিত হইল। দক্ষিণা স্বীকার করিলে বাধিত হই।
খুব খুশি হলাম তোমার মন্তব্য পেয়ে এবং সাদরে গ্রহণ করলাম তোমার দক্ষিণা। ভালো থেকো ভাই