23-02-2023, 10:46 PM
রুদ্ধশ্বাস এক থ্রিলার। অবসাদগ্রস্ত একজন স্বামী, প্রতিহিংসার আগুনে দগ্ধে যাওয়া এক খুনী, মানসিকভ্রমে পারসোনালিটি ডিসঅর্ডারে ভুগতে থাকা এক রোগী! বড় অসম্ভব সুন্দর এ কাহিনী। কোন মূল সাহিত্যের পাতায় ছাপা হইলে বোধহয় বেশী সম্মান পাইতো। চরণে দুইটি রেপু নিবেদিত হইল। দক্ষিণা স্বীকার করিলে বাধিত হই।