23-02-2023, 02:45 PM
(20-02-2023, 10:08 PM)Baban Wrote: অনেকদিন আসা হয়ে ওঠেনি। এসে দেখি বিজয় বাবু টুক করে ডাইরি লিখে গেছেন। লিখে গেছেন নিজের অন্তরের কিছু কথা। বাহ্যিক পরিবর্তন গুলো তো সকলেরই চোখে পড়েছে কিন্তু তার অন্তরের পরিবর্তনটা সবচেয়ে বেশি জটিল। যেকোনো কঠিন অংকের থেকেও ভয়ানক। কারণ অংকে ভুলের ফলাফল হিসেবে জোটে ব্যাথা (শিক্ষকের থেকে প্যাদানি), বকুনি, রাগ ও ভয় আরও বেড়ে যায় ওই বিষয় প্রতি। কিন্তু জীবনে ভুল করলে জোটে কথা। পিতার থেকে, মাতার থেকে, পরিবারের থেকে। যেমন বিজয় বাবুকে বারবার শুনতে হয়েছে। তার অস্তিত্ব নিয়ে তার পিতার মুখ থেকে নির্গত কথাগুলো যে কষ্ট তাকে দিয়েছে তা অংকে ভুলের থেকেও প্রখর। তার অন্তরে হাজার অনুভূতির ঝড় খেলে গেছে তখন। চোখের কোণে এসেছে জল ও হয়তো এক চিমটে রাগ বা অভিমান। হয়তো পিতার অমন ভাবে বলা উচিতও হয়নি।
কিন্তু যদি কেউ ওই বয়স্ক লোকটার পানে চেয়ে দেখতো তাহলে লক্ষ করতে পারতো তার মধ্যেও অনেক কিছু লুকিয়ে। অনেক ঝড় তার মধ্যেও বয়ে চলেছে সর্বদা। হ্যা হয়তো অমন একটা কথা বলা উচিত নয় কিন্তু সেও তো মানুষ। রাগ তারও আসে, দুঃখ তারও হয়। লুকানো ইচ্ছেগুলো ভেঙে যেতে দেখলে যত ম্যাচুরড অভিজ্ঞ পুরুষই হোক না কেন...... একটা পরিবর্তন আসবেই। কেউই ভুল নয় এক্ষেত্রে। আর বিশেষ করে মানুষটার অতীত জানার পরে তো একদমই নয়। আর প্রিয় মানুষটার এমন অতীত যে সন্তানের মধ্যে নতুন ঝড় তুলতে বাধ্য করলো সেটাই কি কিছু কম নাকি?
দুর্দান্ত লেখা লিখছো ভায়া ♥️
আমি যতটা আমার সামর্থ্য তাহাতেই লিখিবার চেষ্টা করিয়াছিলাম কিন্তু তাহা যে তোমার এত ভাল লাগিয়া যাইবে বুঝি নাই! জানিতে পারিয়া মনে হইল, শ্রম সার্থক। অনেক ধন্যবাদ ভায়া।