21-02-2023, 08:58 AM
(20-02-2023, 10:08 PM)ddey333 Wrote: কি হবে বছর দেড়েক পরে কে জানে , কিন্তু সায়রা আলীর সঙ্গে আমিও থাকবো কোথাও না কোথাও সে নিয়ে কোনো চিন্তা নেই।
এতো ফালতু একটা লোককে এতো গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ দিদি। আমার কথা বলছি।
দেড় বছর তো অনেককক সময় । খৈয়াম বলছেন - ''.....কাল কী হবে বলবে কে তা' / 'কালের' কথা ভাবাই মিছে / কে ছিল এই আমার আমি / হাজার হাজার বছর পিছে ?!'' - এ তো গেল একটি দিক । বাকি রইলো - ''গুরুত্ব'' । তা' নিয়েও সেই এক ও অদ্বিতীয় ''বুড়ো'' দাড়ি নাড়াচ্ছেন - ''...তারা মোর মাঝে সবাই বিরাজে / কেহ নহে নহে দূর / আমার শোনিতে , রয়েছে ধ্বনিতে / তারই বিচিত্র সুর ।'' - শুভৈষা-সালাম ।