20-02-2023, 10:58 AM
(20-02-2023, 04:02 AM)ray.rowdy Wrote:দিনিমনি, এমনিতেই একটা কতা জিগাইবার সিলো... পড়াসুনার কতা না. আইচ্ছা, আপনে কি কখনও কখনও সুরাপান ... মানে বাংলায় যারে মাল কয় আর কি, তা এক ঢুউক দুই ঢুউক টেস্ট কইর্যা দ্যাখসেন ? না মানে, আপনে এতো সুন্দর সুন্দর কতা লেখেন যে কি কমু, মাতা নষ্ট হইয়্যা যাওনের জুগার. তা শুনছি, "তূরীয়" না কি ছাতা-মাতা অবস্থা প্রাপ্ত হইলে সাধুবাবা-ফকিররা খুউউব ভালা ভালা কতা কয়. তা আপনে কি ...
কাম সারসে ।! সামান্য একখান কতা Ziগাঈবে তা এ্যাাাতো ধানাইপানাই কীসের ? - কঈতেসি । একখান না । দুইখান কতা । - ''মাতা নষ্ট হইয়্যা যাওনের জুগার'' - শুধু মাতাখানই তো ? নাকি অন্য কুনু Zaiগার ''তেলামাতা'' ..... কামসাম ঠিকঠাক করসে তো ? সাবধাআন । ..... আর , ZOবাব দেওনের আসে - ''সুরা'' - ঠিক ?- তা' , ইসে , সায়রা তো 'রাম'নানার লগে লগেই .... তাই , উনিই গিয়া 'প্রসাদ' দিয়া গ্যাসেন । সায়রার Zoবাবখানেরও Zoগান দিয়া কঈসেন - ''আমি সুরা পান করিনে রে , সুধা পান করি.....'' - সালাম Zi.