19-02-2023, 09:59 PM
প্রস্তাবনা:
শ্রী অনঙ্গদেব রসতীর্থ।
'অন্তরবাস'। শব্দটাকে সহজ ব্যসবাক্যে ভাঙলে দাঁড়াবে, 'অন্তরে বাস করে যে।'
কিন্তু অন্তরে কে বাস করে?
কয়েকটা নির্জীব পোশাকখণ্ড? ব্রা, প্যান্টি, সায়া, কিম্বা জাঙিয়া?
সম্ভবত ভাষার গভীরতা তেমনটা ইঙ্গিত করে না।
অন্তরে বিরাজ করে মানুষের মনের যতো গোপন কথা। ক্লেদ, অভিমান, ব্যার্থ রাগ এবং হয় তো কিছু না বলে উঠতে পারা রোগের যন্ত্রণাও।
তার পাশাপাশি টুকরো আনন্দ, হালকা মজা, চটুল শ্লেষ, সামান্য হাসি, যা হয় তো সকলের সঙ্গে সব সময় ভাগ করে নেওয়া হয়ে ওঠে না, তারও বাস ওই অন্তর-মহলেই।
তাই অন্তরকে ধারণ করে যে নরম বস্ত্রখণ্ডগুলি, তারা কেবল লজ্জা-অঙ্গের বস্ত্রাবরণেই সীমিত রাখে না তাদের ব্যাপ্তি ও পরিচয়; তারা ক্রমশ ত্বকের কোমলতায় কান পেতে, মানুষের অন্তঃস্থল থেকে শুনে নেয় উদ্গত অথবা অবরুদ্ধ কতো না জানা, আর না বলে উঠতে পারা মনের খবর।
হয় তো কোনও নির্জন দুপুরে সেই সব না জানতে পারা মনোকথাই তারা গুনগুন করে আপনমনে, নিজেদের মধ্যে।
তেমনই কিছু সংলাপ ও কাহিনি বিন্যস্ত হতে চলেছে এই thread-এ, প্যান্টি ও জাঙিয়ার যৌথ কথপোকথনে।
প্রত্যাশা রাখি, এই গল্পগুলির বিন্যাসও আপনাদের ভালো লাগবে।
বি.দ্র.
'অনঙ্গর অণু-পানু' thread-এ এই অন্তর্বাস দুটির কথপোকথনের মালায় গাঁথা কিছু গল্প পূর্বেই সংকলিত করেছি।
এখানে পরবর্তীতে নতুন কাহিনির পাশাপাশি, সেই পুরোনো গল্পগুলোকেও সময়মতো আবার পুণঃপ্রকাশিত করবার ইচ্ছা রইল।
ধন্যবাদ।