19-02-2023, 10:47 AM
**২
নানারকম আশা-নিরাশার দোলা তার মনে। একজন প্রতিবন্ধী মানুষ এবং তার বিত্তশালী পরিবারের সঙ্গে সে মানিয়ে নিতে পারবে তো - সংশয়ের দোলায় উতলা তার মন। সে তার সবচেয়ে কাছের মানুষটাকে ভালোবাসতে পারবে তো কিংবা তার কাছ থেকে ভালোবাসা পাবে তো? এইসব ভাবনায় বিভোর স্বর্ণালী টেরই পায় না মনোতোষ কখন তার পিছনে এসে দাঁড়িয়েছে। মনোতোষ স্বর্ণালীকে কাঁধে ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়।
স্বর্ণালীকে দেখে মনোতোষের মুখে-চোখে এক বিস্ময়াবিষ্ট মুগ্ধতা ফুটে ওঠে। সে যেন আজ এক পরীকে দেখছে। লাল সিঁদুর কালারের বেনারসী শাড়ি , চোখে হালকা আইশ্যাডো ও গাঢ় কাজল , ঠোঁটে লাল সিঁদুর কালারের লিপিস্টক , মুখে হাল্কা মেকাপ। দুইহাত ভরা সোনার চুরি, পায়ে নুপুর, কানে ভারী সোনার দুল, লম্বা সোনার হার পরিহিতা স্বর্ণালীকে দেখলে স্বর্গের অপ্সরাও আজ লজ্জা পাবে।
মনোতোষ স্বর্ণালীর দুহাত ধরে নিজের দিকে টেনে আনে। স্বর্ণালী মনোতোষের দিকে তাকিয়ে দেখে মনোতোষ তার একদম সামনে।
আর একটু কাছে আসলেই ওদের ঠোঁট দুটিতে কোন দূরত্ব থাকবে না।
স্বর্ণালী পুরো বরফ হয়ে গেছে। নড়তেও পারছে না সে। মনোতোষের দিকে শুধু তাকিয়ে আছে।
সেও এক অদ্ভুত মায়ায় পড়ে গেছে।
মনোতোষের দৃষ্টিতে স্বর্ণালী এক শিল্পীকে খুঁজতে চেষ্টা করে। মনোতোষ তাকে অবাক করে দিয়ে হাত ধরে টেনে নিয়ে গিয়ে তার ছবি আঁকার ঘরে প্রবেশ করে। তারপর স্বর্ণালীকে একটা কৌচে বসিয়ে ক্যানভাসের বুকে পাগলের মতো তুলি ও রঙের আঁচড় কাটতে থাকে। মাঝে মাঝে এসে স্বর্ণালীর মুখ, চুল সব ঠিক করে দিয়ে যাচ্ছে। সেই সময় তার স্পর্শ ও উষ্ণ নিঃশ্বাসে স্বর্ণালীর ভেতর পর্যন্ত কেঁপে উঠতে থাকে। কিছুক্ষণ পর ক্যানভাসটা নিয়ে এসে স্বর্ণালীর হাতে দিল। স্বর্ণালী নিজের ছবি দেখে নিজেই অবাক হয় -- সে এত জীবন্ত ও এত রূপসী। মনোতোষ হাত নেড়ে তাকে বলে এটা স্বর্ণালীকে তার ফুলশয্যা রাতের উপহার।
স্বর্ণালী বললো -- "এটা আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার।"
নানারকম আশা-নিরাশার দোলা তার মনে। একজন প্রতিবন্ধী মানুষ এবং তার বিত্তশালী পরিবারের সঙ্গে সে মানিয়ে নিতে পারবে তো - সংশয়ের দোলায় উতলা তার মন। সে তার সবচেয়ে কাছের মানুষটাকে ভালোবাসতে পারবে তো কিংবা তার কাছ থেকে ভালোবাসা পাবে তো? এইসব ভাবনায় বিভোর স্বর্ণালী টেরই পায় না মনোতোষ কখন তার পিছনে এসে দাঁড়িয়েছে। মনোতোষ স্বর্ণালীকে কাঁধে ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়।
স্বর্ণালীকে দেখে মনোতোষের মুখে-চোখে এক বিস্ময়াবিষ্ট মুগ্ধতা ফুটে ওঠে। সে যেন আজ এক পরীকে দেখছে। লাল সিঁদুর কালারের বেনারসী শাড়ি , চোখে হালকা আইশ্যাডো ও গাঢ় কাজল , ঠোঁটে লাল সিঁদুর কালারের লিপিস্টক , মুখে হাল্কা মেকাপ। দুইহাত ভরা সোনার চুরি, পায়ে নুপুর, কানে ভারী সোনার দুল, লম্বা সোনার হার পরিহিতা স্বর্ণালীকে দেখলে স্বর্গের অপ্সরাও আজ লজ্জা পাবে।
মনোতোষ স্বর্ণালীর দুহাত ধরে নিজের দিকে টেনে আনে। স্বর্ণালী মনোতোষের দিকে তাকিয়ে দেখে মনোতোষ তার একদম সামনে।
আর একটু কাছে আসলেই ওদের ঠোঁট দুটিতে কোন দূরত্ব থাকবে না।
স্বর্ণালী পুরো বরফ হয়ে গেছে। নড়তেও পারছে না সে। মনোতোষের দিকে শুধু তাকিয়ে আছে।
সেও এক অদ্ভুত মায়ায় পড়ে গেছে।
মনোতোষের দৃষ্টিতে স্বর্ণালী এক শিল্পীকে খুঁজতে চেষ্টা করে। মনোতোষ তাকে অবাক করে দিয়ে হাত ধরে টেনে নিয়ে গিয়ে তার ছবি আঁকার ঘরে প্রবেশ করে। তারপর স্বর্ণালীকে একটা কৌচে বসিয়ে ক্যানভাসের বুকে পাগলের মতো তুলি ও রঙের আঁচড় কাটতে থাকে। মাঝে মাঝে এসে স্বর্ণালীর মুখ, চুল সব ঠিক করে দিয়ে যাচ্ছে। সেই সময় তার স্পর্শ ও উষ্ণ নিঃশ্বাসে স্বর্ণালীর ভেতর পর্যন্ত কেঁপে উঠতে থাকে। কিছুক্ষণ পর ক্যানভাসটা নিয়ে এসে স্বর্ণালীর হাতে দিল। স্বর্ণালী নিজের ছবি দেখে নিজেই অবাক হয় -- সে এত জীবন্ত ও এত রূপসী। মনোতোষ হাত নেড়ে তাকে বলে এটা স্বর্ণালীকে তার ফুলশয্যা রাতের উপহার।
স্বর্ণালী বললো -- "এটা আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার।"