19-02-2023, 10:27 AM
# পর্ব - ২ - স্বর্ণালীর ফুলশয্যার রাত
**১
আজ সংসারের সমস্ত কাজ শেষ করে একটু রাত করেই স্বর্ণালী শোয়ার ঘরে এলো। এসে দেখলো মনোতোষ তখন ঘুমিয়ে পড়েছে। একেবারে শিশুর মতো গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। ওর ঘুমন্ত মুখটা দেখে স্বর্ণালীর মনে মায়া ও ভালোবাসা দুটোরই অনুভূতি হলো। মানুষটা কথা বলতে পারে না , সকলের মতো স্বাভাবিক নয় , তাকে সন্তান সুখও দিতে পারেনি -- তথাপি মানুষটাকে ও অগাধ ভালোবাসে। অনেকটা শিশুর মতো এই মানুষটি তাকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বেঁধেছে। আজ ভিডিও অ্যালবামের কারণে সে অতীত জীবনে ফিরে গেলেও সে অনুভব করে পরিমলের প্রতি তার ভালোবাসা আর অবশিষ্ট নেই, এখন তার মন জুড়ে মনোতোষেরই অধিষ্ঠান।
স্বর্ণালী ঘুমন্ত মনোতোষের মুখে উপর পড়া চুলটাকে যত্ন করে কানের পাশে সরিয়ে দেয়। চাদরটাকে মনোতোষের গায়ের আরেকটু উপরে উঠিয়ে মুচকি হেসে কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর কী মনে করে ঘরের উত্তরের বন্ধ জানালাটা খুলে দেয়। ডিসেম্বরের শীতল বাতাস আর বাগানের পাঁচমিশালি ফুলের গন্ধ তার মুখে হিমেল সুগন্ধি পরশ মাখিয়ে দেয়।
আজ বারবার স্বর্ণালীর তার অতীতের দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করছে। তার মনে পড়ে আজকের মতো দশ বছর আগে আর এক রাতে এরকমভাবে সে জানালার ধারে দাঁড়িয়ে ছিল। সে রাতটা ছিল তার ফুলশয্যার রাত।
**১
আজ সংসারের সমস্ত কাজ শেষ করে একটু রাত করেই স্বর্ণালী শোয়ার ঘরে এলো। এসে দেখলো মনোতোষ তখন ঘুমিয়ে পড়েছে। একেবারে শিশুর মতো গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। ওর ঘুমন্ত মুখটা দেখে স্বর্ণালীর মনে মায়া ও ভালোবাসা দুটোরই অনুভূতি হলো। মানুষটা কথা বলতে পারে না , সকলের মতো স্বাভাবিক নয় , তাকে সন্তান সুখও দিতে পারেনি -- তথাপি মানুষটাকে ও অগাধ ভালোবাসে। অনেকটা শিশুর মতো এই মানুষটি তাকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বেঁধেছে। আজ ভিডিও অ্যালবামের কারণে সে অতীত জীবনে ফিরে গেলেও সে অনুভব করে পরিমলের প্রতি তার ভালোবাসা আর অবশিষ্ট নেই, এখন তার মন জুড়ে মনোতোষেরই অধিষ্ঠান।
স্বর্ণালী ঘুমন্ত মনোতোষের মুখে উপর পড়া চুলটাকে যত্ন করে কানের পাশে সরিয়ে দেয়। চাদরটাকে মনোতোষের গায়ের আরেকটু উপরে উঠিয়ে মুচকি হেসে কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর কী মনে করে ঘরের উত্তরের বন্ধ জানালাটা খুলে দেয়। ডিসেম্বরের শীতল বাতাস আর বাগানের পাঁচমিশালি ফুলের গন্ধ তার মুখে হিমেল সুগন্ধি পরশ মাখিয়ে দেয়।
আজ বারবার স্বর্ণালীর তার অতীতের দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করছে। তার মনে পড়ে আজকের মতো দশ বছর আগে আর এক রাতে এরকমভাবে সে জানালার ধারে দাঁড়িয়ে ছিল। সে রাতটা ছিল তার ফুলশয্যার রাত।