18-02-2023, 05:30 PM
আজ অনেকটা পড়ে ফেলবো , নিশ্চয়ই পড়ে ফেলবো । কিন্তু পড়া হয়ে ওঠে না , কিছুক্ষন পড়ার পর ই দম বন্ধ লাগে , হাঁসফাঁশ শুরু হয়ে যায় । অবস্থা হয় ছেড়ে দে ...... বাঁচি । তখন বাঁচার জন্য ছুটতে হয়। গন্তব্য স্নান কক্ষ , সেখান থেকে নাকি সবাই শুদ্ধ হয়ে ফেরে । আর আমি ফিরি অশুদ্ধ হয়, গোসল ফরজ হয়ে যায় । কিন্তু করা হয় না ।