18-02-2023, 02:26 PM
অসাধারণ একটি গল্প এটি। আমিও অনেক বার পড়েছি এ গল্পটা।
তবে সকলের সাথে আমি একমত নই। আমার মন্তব্য একটু ভিন্ন। লেখিকার লেখার হাত অসাধারণ। কিন্তু তিনি যদি এলেখাটা শেষ করতেন তাহলে হয়ত আমাদের কাছে মনে রাখার মত একটি গল্প হতোনা। কারন মোটামুটি ভালো লিখা অথবা ভালো লেখা একটি গল্প অসমাপ্ত অবস্থায় থাকলে বা নায়ক - নায়িকার মিলন না হলে - নায়ক হেরে গেলে সে গল্প গুলো আমাদের মনের মধ্যে আলাদা একটি অবস্থান পায়।
উদাহরণ স্বরূপ - আপনাকে আমাকে কে কতটুকু ভালবাসে / ভালো চায় সেটার চেয়ে আপনাকে আমাকে কে কত টুকু ঘৃণা করে - অপমান করে সেটা আমরা মনে রাখি বেশি। বা রাস্তা ঘাটে চলতে গেলে / জীবনে কোন প্রকার সমস্যা হলে কেহ সহায়তা করলে আমরা সহজে ভুলে যাই। কিন্তু সহায়তা না করলে সেটা আজীবন মনে রাখি।
তবে হা কালজয়ীর মন্তব্যে জুপিটার ১০ দার সাথে আমি একমত।
ধন্যবাদ।
---------------অধম
তবে সকলের সাথে আমি একমত নই। আমার মন্তব্য একটু ভিন্ন। লেখিকার লেখার হাত অসাধারণ। কিন্তু তিনি যদি এলেখাটা শেষ করতেন তাহলে হয়ত আমাদের কাছে মনে রাখার মত একটি গল্প হতোনা। কারন মোটামুটি ভালো লিখা অথবা ভালো লেখা একটি গল্প অসমাপ্ত অবস্থায় থাকলে বা নায়ক - নায়িকার মিলন না হলে - নায়ক হেরে গেলে সে গল্প গুলো আমাদের মনের মধ্যে আলাদা একটি অবস্থান পায়।
উদাহরণ স্বরূপ - আপনাকে আমাকে কে কতটুকু ভালবাসে / ভালো চায় সেটার চেয়ে আপনাকে আমাকে কে কত টুকু ঘৃণা করে - অপমান করে সেটা আমরা মনে রাখি বেশি। বা রাস্তা ঘাটে চলতে গেলে / জীবনে কোন প্রকার সমস্যা হলে কেহ সহায়তা করলে আমরা সহজে ভুলে যাই। কিন্তু সহায়তা না করলে সেটা আজীবন মনে রাখি।
তবে হা কালজয়ীর মন্তব্যে জুপিটার ১০ দার সাথে আমি একমত।
ধন্যবাদ।
---------------অধম