18-02-2023, 01:47 PM
(18-02-2023, 01:26 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: আজ ছুটী পাইয়া অতিথির এ যাবৎ একাদশটী প্রকাশিত অধ্যায়ই সমাপ্ত করিলাম। তবে ওই যে ইহার পর মন ছুঁক ছুঁক করিবে কবে দ্বাদশ অধ্যায় আসিবে! এই একাদশতম পর্ব্বটী খুবই সুন্দর হইয়াছে তবে আমার প্রিয় পর্ব্ব হইল যেথায় ব্রহ্মাণ্ড পরমাত্মা দেহ মন বিষয়ক একটী নিগূঢ় আলোচনা হইয়াছে (অষ্টম পর্ব্ব দ্রষ্টব্যঃ)। বেশ বুঝা যায় লেখক রীতিমতো কেতাব ঘাঁটিয়া গবেষণা করিয়া লিখিয়াছে। আরও একবার সম্ভবপর হইলে ঐরকম আলোচনা সমৃদ্ধ কোন পর্ব্ব আনা সম্ভব কীনা তাহা বিবেচনা করিলে ধন্য হইব।
মহাশয়, বিস্তর রেপু আপনার পাওনা আছে আমার হইতে কিন্তু পাঁচটি রেপু সারাদিনে দিতে পারি আর সেটিতেও অনেককে দিতে হয়। আশা করিতেছি সময়ে সময়ে আসিয়া আপনার দক্ষিণা দিয়া যাইব। কিস্তির এই চুক্তি আগামী পৃষ্ঠা মহাশয় নিজ গুণে ক্ষমা করুন ইহাই এই গরীব ',ের কামনা রহিল।
মহাশয় যেহেতু ডাকিলেন তবে তো
মহাশয় যাহা দেয় তাহাই সয়।
চাপে আছি তাই কেতাব ঘাটিতে পারতেছিনা, তবে চেষ্টা থাকিবে
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।