17-02-2023, 01:50 PM
সুহানদের বাড়ির বিশাল ড্রাইভওয়েতে একটা মাইক্রোবাস এসে থামলো। সামনের দরজা খুলে ড্রাইভার বের হয়ে এসে পিছনের দরজাটা খুলে দিল। তারপর গাড়ীর পেছন থেকে রিনিতার ব্যাগ নামাতে লাগলো। বাড়ীর প্রধান ফটকে সুহান আর ওর মা দাঁড়িয়ে ছিলেন। খোলা দরজাটা দিয়ে প্রথমে বের হয়ে এল একজোড়া ফর্সা, মসৃন পা, তারপর সে পায়ের মালিক। সুহান হা করে তাকিয়ে ছিল। মিডিয়াম লেংথ এর স্কার্ট আর হাতকাটা টাইট টপ পড়া ষোড়শী রিনিতাকে নামতে দেখে সুহানের মাও কেমন উসখুশ করে উঠলেন। তিনি বরাবরই রক্ষনশীল ধরনের মহিলা; এখনকার দিনের মেয়েদের এসব সাজগোজ তিনি বরদাস্ত করতে পারেন না। তবে রিনিতাকে তিনি কিছুই বললেন না। রিনিতা মাইক্রো থেকে নেমেই খালাকে দেখে একছুটে দৌড়ে এসে জড়িয়ে ধরলো।
‘কেমন আছ খালা? তোমাকে অনেক মিস করি আমি।’ রিনিতা বলে উঠলো।
‘এই তো আছি। তুইতো অনেকদিন পরে এলি, কি সুন্দরী হয়েছিস!’ সুহানের মা রিনিতার মুখখনি ধরে তাকিয়ে বললেন।
‘কি যে বলনা তুমি খালা!’ রিনিতা একটু লাল হয়ে বলে।
সুহান তখন অবাক হয়ে রিনিতাকে দেখছিল; কি থেকে কি হয়ে গিয়েছে সে! ইরানী রাজকুমারীর মত মুখখানি তার, লম্বা মসৃন পা, কোমড় পর্যন্ত লম্বা চুল, চিকন কটি আর…ওর বুকের কাছটা…। খালার সাথে কুশল বিনিময় করেই রিনিতা ফিরল সুহানের দিকে। ওর সাথে চোখাচোখি হতেই রিনির মুখে তার ছোটকালের সেই বিখ্যাত, সুহানের পিত্তি জ্বালানো হাসি ফুটে উঠল। সুহানেরও সেই মহা শয়তান রিনির কথা মনে পড়ে গেল। তাই আপনাআপনি তার জিভ বের হয়ে এল। রিনিতাও তার টুকটুকে লাল জিহবা বের করে সুহানকে পাল্টা ভেংচি কেটে দিল।
‘এইরে, এসেই শুরু করে দিলি? তোরা কি আর বড় হবি না?’ সুহানের মা ওদের কৃত্রিম ধমক দেন।
‘আমার কি দোষ খালা, ওই তো আগে করেছে।’ রিনিতা নিরীহ ভঙ্গিতে বলে আবার সুহানের দিকে ফেরে। ‘তারপর তোর খবর কি? এখনো কি কুকুর দেখলে দৌড় দিস?’
‘খবর তো এতক্ষন ভালোই ছিল, তবে এখন ভালো নেই।’ সুহান কটমট চোখে রিনিতার দিকে তাকিয়ে বলে।
‘ধ্যাত এসেই ঝগড়া শুরু, চল চল ভেতরে চল’ বলে সুহানের মা রিনিতাকে ধরে ঘরের দিকে নিয়ে চলেন। সুহান রিনিতার দিকে তাকিয়ে আরো একবার ভেংচি কেটে তার রুমের দিকে চলে গেল।
সুহান তার বিছানায় শুয়ে একটা গল্পের বই পড়ছিল, এমন সময় হাল্কা পায়ের শব্দে একটু সচকিত হয়ে উঠল। রিনিতা এসে ওর রুমে ঢুকল, স্কার্টটা বদলে ও একটা ট্রাউজার আর কামিজ পড়ে এসেছে।
‘কিরে তুই আবার বইয়ের পোকা হলি কবে থেকে রে?’ রিনিতা জিজ্ঞাসা করে।
‘যবে থেকেই হয়েছি তাতে তোর কি?’ সুহান একটু কড়া ভাবেই জবাব দেয়; গল্পের বই পড়ার সময় কেউ ডিস্টার্ব করলে ওর খুব বিরক্ত লাগে।
‘বারে, আমি এতদিন পর এলাম আর তুই আমার সাথে এমন ব্যবহার করছিস?’ রিনিতা আহত হবার ভান করে বলে।
‘হুহ, তাতে আমার বয়েই গেছে’
‘হুম…’ রিনি বিছানার কাছে এগিয়ে আসে, তারপর সুহান কিছু বুঝার আগেই ওর মাথায় জোরে একটা চাটি মেরে দৌড় দিল ও।
‘ধ্যাত…’ সুহান হাত বাড়িয়ে ওকে ধরার চেষ্টা করে ব্যার্থ হলো। বইটা ফেলে ওকে ধাওয়া করে পিছু পিছু গিয়ে দেখে ওর মায়ের কাছে গিয়ে বসে পড়েছে রিনিতা। অতগ্য সুহান আবার ওর রুমের দিকে ফিরল; রিনি কিন্ত ঠিকই সুহানের মাকে লুকিয়ে ওকে ভেংচি কেটে দিল।
‘কেমন আছ খালা? তোমাকে অনেক মিস করি আমি।’ রিনিতা বলে উঠলো।
‘এই তো আছি। তুইতো অনেকদিন পরে এলি, কি সুন্দরী হয়েছিস!’ সুহানের মা রিনিতার মুখখনি ধরে তাকিয়ে বললেন।
‘কি যে বলনা তুমি খালা!’ রিনিতা একটু লাল হয়ে বলে।
সুহান তখন অবাক হয়ে রিনিতাকে দেখছিল; কি থেকে কি হয়ে গিয়েছে সে! ইরানী রাজকুমারীর মত মুখখানি তার, লম্বা মসৃন পা, কোমড় পর্যন্ত লম্বা চুল, চিকন কটি আর…ওর বুকের কাছটা…। খালার সাথে কুশল বিনিময় করেই রিনিতা ফিরল সুহানের দিকে। ওর সাথে চোখাচোখি হতেই রিনির মুখে তার ছোটকালের সেই বিখ্যাত, সুহানের পিত্তি জ্বালানো হাসি ফুটে উঠল। সুহানেরও সেই মহা শয়তান রিনির কথা মনে পড়ে গেল। তাই আপনাআপনি তার জিভ বের হয়ে এল। রিনিতাও তার টুকটুকে লাল জিহবা বের করে সুহানকে পাল্টা ভেংচি কেটে দিল।
‘এইরে, এসেই শুরু করে দিলি? তোরা কি আর বড় হবি না?’ সুহানের মা ওদের কৃত্রিম ধমক দেন।
‘আমার কি দোষ খালা, ওই তো আগে করেছে।’ রিনিতা নিরীহ ভঙ্গিতে বলে আবার সুহানের দিকে ফেরে। ‘তারপর তোর খবর কি? এখনো কি কুকুর দেখলে দৌড় দিস?’
‘খবর তো এতক্ষন ভালোই ছিল, তবে এখন ভালো নেই।’ সুহান কটমট চোখে রিনিতার দিকে তাকিয়ে বলে।
‘ধ্যাত এসেই ঝগড়া শুরু, চল চল ভেতরে চল’ বলে সুহানের মা রিনিতাকে ধরে ঘরের দিকে নিয়ে চলেন। সুহান রিনিতার দিকে তাকিয়ে আরো একবার ভেংচি কেটে তার রুমের দিকে চলে গেল।
সুহান তার বিছানায় শুয়ে একটা গল্পের বই পড়ছিল, এমন সময় হাল্কা পায়ের শব্দে একটু সচকিত হয়ে উঠল। রিনিতা এসে ওর রুমে ঢুকল, স্কার্টটা বদলে ও একটা ট্রাউজার আর কামিজ পড়ে এসেছে।
‘কিরে তুই আবার বইয়ের পোকা হলি কবে থেকে রে?’ রিনিতা জিজ্ঞাসা করে।
‘যবে থেকেই হয়েছি তাতে তোর কি?’ সুহান একটু কড়া ভাবেই জবাব দেয়; গল্পের বই পড়ার সময় কেউ ডিস্টার্ব করলে ওর খুব বিরক্ত লাগে।
‘বারে, আমি এতদিন পর এলাম আর তুই আমার সাথে এমন ব্যবহার করছিস?’ রিনিতা আহত হবার ভান করে বলে।
‘হুহ, তাতে আমার বয়েই গেছে’
‘হুম…’ রিনি বিছানার কাছে এগিয়ে আসে, তারপর সুহান কিছু বুঝার আগেই ওর মাথায় জোরে একটা চাটি মেরে দৌড় দিল ও।
‘ধ্যাত…’ সুহান হাত বাড়িয়ে ওকে ধরার চেষ্টা করে ব্যার্থ হলো। বইটা ফেলে ওকে ধাওয়া করে পিছু পিছু গিয়ে দেখে ওর মায়ের কাছে গিয়ে বসে পড়েছে রিনিতা। অতগ্য সুহান আবার ওর রুমের দিকে ফিরল; রিনি কিন্ত ঠিকই সুহানের মাকে লুকিয়ে ওকে ভেংচি কেটে দিল।