Thread Rating:
  • 38 Vote(s) - 3.24 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL বিজয়ের বিসিএস জয়
#68
(16-02-2023, 05:54 PM)Bumba_1 Wrote: যাক, অবশেষে যখন বিজয় বিসিএস পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করলো, তখন জয় তার নিশ্চিত। 

তবে মাসখানেক পর আপডেট .. তাও আবার শিশুর হিসুর মতো .. এই একটুখানি .. মন ভরলো না ভাই। এতদিন যখন সময় নিলে আরও সময় নিতে পারতে। কিন্তু আপডেট যখনই দেবে, বেশ বড়সড়ো আপডেট দেবে। একসঙ্গে দুটো বা তিনটে মিলিয়ে সম্ভব না হলেও একটা আপডেট দিলেও বেশ বড় করেই দেওয়া উচিৎ। এতে পাঠকদের পড়তে সুবিধা হয়। কৈশোর কালে কলেজ এবং ইউনিভার্সিটি জীবনে আমরা একটা খেলা খেলতাম .. সেটার নাম হলো মেমোরি গেম। ধরো ছ'জনে বসে খেলা হচ্ছে। প্রথমজন যদি রবীন্দ্রনাথ ঠাকুর বলে। দ্বিতীয় জনকে প্রথমজন যেটা বলেছে সেই নামটা উল্লেখ করে অন্য একজন ব্যক্তি বা স্থানের বা যেকোনো কিছুর নাম বলতে হয়/হতো। তারপরের জনকে আবার প্রথম এবং দ্বিতীয় জন যেটা বলেছে সেটা বলে নিজের বলা নামটা বলতে হতো। এভাবে খেলাটা চলতে থাকতো। যার স্মৃতি দুর্বল, সে এই গেম থেকে আউট হয়ে যেতো। যে শেষ পর্যন্ত টিকে থাকতো, সেই বিজয়ী হতো। তোমার থ্রেডে ঢোকার পর আমার সেই খেলার কথা মনে পড়ে গেলো। এতদিন আগে লেখা যে .. সত্যি কথা বলছি, আগের পর্বের সমস্ত ঘটনা ভুলে গিয়েছিলাম। তাই আগের পর্বটা পড়ে নিয়ে এই পর্বে আসতে হয়েছে, না হলে কিছুই বুঝতে পারতাম না। অর্থাৎ আমার বক্তব্য হলো যদি এত দেরিতে আপডেট আসতে থাকে, তাহলে আগের পর্বগুলো পড়ে নিয়ে তবে নতুন পর্ব পড়তে হবে। যেটা পাঠকদের কাছে ভীষণ কষ্টকর এবং চাপের বলে আমি মনে করি।

এইসব বললাম বলে মুখে যাই বলো না কেনো, মনে মনে তোমার নিশ্চয়ই খারাপ লাগবে এবং আমার প্রতি অসন্তুষ্ট হবে। কিন্তু কিছু করার নেই, আমি এইরকমই। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে আমি খুব বেশি থ্রেডে মন্তব্য করি না বা বলা ভালো গল্পগুলো পড়িই না। তার দুটো কারণ আছে। প্রথম কারণ হলো লেখকেরা পাঠকদের সঙ্গে কমিউনিকেট করতে জানেইনা/শেখেইনি। তাই সেইসব লেখকদের থ্রেডে গিয়ে কিছু বলা বা অনুরোধ করা বা সাজেশন দেওয়ার কোনো মানেই হয় না। আর দ্বিতীয় কারণ হলো বেশিরভাগ গল্প এখানে এতটা নিম্নমানের এবং বেশিরভাগ লিখক এখানে গল্প শুরু করে শেষ করতে পারেন না। তাই শুধু শুধু তাদের থ্রেডে গিয়ে অরণ্যরোদন করি না। কিন্তু তোমাকে এতগুলো কথা বললাম তার কারণ, আমার বিশ্বাস খুব দেরিতে হলেও তুমি গল্পগুলো শেষ করবে এবং পাঠকদের সঙ্গে ভালো রকম কমিউনিকেট করতে পারো, এছাড়া তোমার প্রত্যেকটি গল্প খুবই ভালো এবং উচ্চমানের।  ভালো থাকো সুস্থ থাকো এবং লিখতে থাকো।

এত বকাবকি করার কিছু হয়নি, যথেষ্টই বড় আপডেট দিয়েছে।

[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 1 user Likes Sanjay Sen's post
Like Reply


Messages In This Thread
RE: উত্তরণ (বিজয়ের বিসিএস জয়) । নূতন আপডেট ঘোষণা - by Sanjay Sen - 16-02-2023, 07:07 PM



Users browsing this thread: 7 Guest(s)