16-02-2023, 03:43 PM
(14-02-2023, 09:59 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: এত স্বল্প! বড় অল্প! যদিও কল্প! তবু তো গল্প!
ব্যস্ততার ভিড়েও নিজের সীমিত ক্ষমতায় আমা ন্যয় ব্যাচেলরদিগের মানসপটে কাম কুহকিনী মায়ায় আবিষ্ট করিবা হেতু আপনি যে নিত্ত্য ক্লেশ করেন শুধু কায় নহে মনো বটে তাহা নিমিত্ত বহু ধন্যবাদ জ্ঞাপণ করিলেও কম পড়ে! যদিও কাহিনীর আকারে ভাটার টান আসিয়াছে তবুও আসিয়াছে। লেখনী দুর্নিবার! স্যারমামুর পরবর্ত্তী পদক্ষেপের জানিবার অপেক্ষায় রহিলাম।
প্রণাম ও সালাম
প্রণাম - সালাম তো আপনারই প্রাপ্য জনাব শর্ম্মাজী । প্রাণনানিস্যন্দী লেখনীপাতে কার্যত আপনি 'জল' আনিয়া দিলেন । না , 'জল' বলিতে আবার ''কুমারী''য় এবং/অথবা সুকুমারীয় কিছু ধরিয়া বসিবেন না - বিশেষত , ধরিয়া লওয়াই যায় যে শর্ম্মা জনাবজীর ''ধরিয়া বসিয়া থাকা''র 'যথার্থ বস্তু'র অপ্রতুলতা ঘটে নাই । আমি বলিতেছিলাম - বিশুদ্ধ পানি । আপনি আনিয়া দিলেন সায়রা-নেত্রে । - ইহা অবশ্যই আনন্দাশ্রু সন্দেহ নাই । - শুভৈষা-সালাম ।