15-02-2023, 12:50 PM
(15-02-2023, 09:46 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: আপনার লেখনীর সহিত আমার পরিচয় হইয়াছিল আপনার অতিথি উপন্যাসে। বলা বাহুল্য সেই দিন হইতেই আপনার লেখনীতে আমি মজিয়াছি। পরে পরে অতিথির বিবিধ পর্ব্ব আসিলেও আমার অনুপস্থিতি ও কোন কারণে আপনার থ্রেডখানি পিছনের সারিতে চলিয়া যাইবার কারণে অতিথি হইবার সৌভাগ্য আর হয় নাই। ইদানীং চেষ্টা করিতেছিলাম অতিথির বাকী পর্ব্বগুলি সত্ত্বর শেষ করিয়া চলমান সময়ে আসা কিন্তু যেহেতু আপনার লেখনী ঠিক ধর তক্তা মার পেরেক গোছের নহে, বরং সাহিত্যরস উত্তম মানের থাকায় খুঁটাইয়া খুঁটাইয়া পড়িতে হয় তাই সময় বড্ড বেশী লাগিতেছে। আশা করি, আপনার অনুরাগী এই পাঠকের পরবর্ত্তী পৃষ্ঠায় যাইবার দীর্ঘলয় আপনি ক্ষমাশীল চক্ষেই দেখিবেন।
এইবার এই কাহিনী প্রসঙ্গে আসি। অনুপম রচনা। খুব ছোট্ট বলিতে এক পর্ব্বে যাহার সমাপন বুঝায় তেমনধারা নহে কিন্তু সুবিশাল কলেবরও নহে। বিশেষণ প্রয়োগ হইতে সকলকিছুই এই কাহিনীকে স্বতন্ত্র বানাইয়াছে। অন্তিমদৃশ্য চিত্রাঙ্কণ যথাযথ হইয়াছে। পরাজয়েই যে বিজয় কখনও লুকাইয়া থাকিতে পারে তাহার বার্ত্তাও সুন্দরভাবে দিয়াছেন। আজ রেপুমান শেষ হইয়া গিয়াছে তাই দক্ষিণা দিতে পারিলাম না। উহার জন্য মার্জ্জনা চাহিতেছি। আগামীকল্য অবশ্যই দিয়া যাইব।
শিরোধার্য...
সময় করে পড়ুন আর মন্তব্য জানান তাতেই তৃপ্তি।
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)