15-02-2023, 12:17 PM
(15-02-2023, 10:50 AM)Sanjay Sen Wrote: you're the best এটা আবার প্রমাণ করে দিলে। যখন তোমার কোনো গল্প বা উপন্যাস পড়তে থাকি, তখন মনে হয় এ লেখা যেন শেষ না হয়। অনন্তকাল ধরে চলতে থাকুক, তোমার হাতে জাদু আছে। ভাই বুম্বা, এইভাবেই তোমার লেখার মধ্যে দিয়ে আনন্দ দিয়ে যাও আমাদেরকে চিরকাল। শুধু এটাই প্রার্থনা
এবার আমিও বলি - একেবারে সঠিক কথা বলেছেন।
লেখার মাধ্যমে লেখক যখন কিছু সৃষ্টি করে তখন চরিত্র ও গল্পের মাঝে লেখক নিজের কিছু ছাপ ছেড়ে যায় যাতে বোঝা যায় এই লেখা অমুক লেখক দ্বারাই সম্ভব। তাই বলছি এমন ছাপ আরও অনেক গল্পে খুঁজে পেতে চাই আমরা সবাই ❤