15-02-2023, 12:14 PM
(15-02-2023, 10:14 AM)Sanjay Sen Wrote: এসব হচ্ছে আলাদা লেভেলের লেখা, এই ফোরামের এক একটা রত্ন বলা যেতে পারে। এগুলো স্পর্শ করতে গেলে অনেক লেখকের জন্ম জন্মান্তর কেটে যাবে। তবে এইরকম একটা ছোট গল্পের মধ্যে উপন্যাস হওয়ার অনেক রসদ ছিল। এটা একটা এরোটিক থ্রিলার হতে পারতো। যাইহোক অসম্ভব ভালো লাগলো এবং ভবিষ্যতে এরকম গল্পের অবশ্যই আশা রাখি।


সত্যি বলছি। লেখার শেষে পাঠকের কাছ থেকে এমন লেখা পেলে মনে হয় সত্যিই একটু হলেও তাদের মনে জায়গা করতে সক্ষম হয়েছি।
হ্যা আমিও জানি যে এটা বড়ো গল্প হতেই পারতো। কারণ এখানে অনেক গুলো চরিত্র ছিল। তাদের সাথে মুখ্য চরিত্রর সম্পর্ক কেমন ছিল (পুরুষ ও নারী দু পক্ষের সাথেই) সেটা নিয়েই এক একটা পর্ব হয়ে যায়। কিন্তু আমি বড়ো করতে চাইনি এটাকে।
