15-02-2023, 11:12 AM
অনবদ্য প্রেম কাহিনী। সৃষ্টি অনুপম। ভায়োলিন বাজিতেছে কী ভীষণ করুণ সুরে সে বাজিতেছে। মূর্ছনায় মোহিত অপর্ণা শশাঙ্কের বক্ষমাঝে ছায়া খুঁজিতেছে…ভগ্ন স্বাস্থ্য লহিয়াও সৃষ্টি কার্য্যে মাতিয়াছ জ্যেষ্ঠ দিবস কয়েক বিরতি লহিতে পারিতে। কায়া সর্বাগ্রে তাহার পরেই কাম। যাহা হউক, এই কাহিনী অবশ্য দৈহিক প্রেম সর্বস্বতার ঊর্দ্ধে উঠিয়া শ্বাশ্বত প্রেমের জয়গান গাহিয়াছে। আজ রেপুমান শেষ আগামী কাল দক্ষিণা দিয়া যাইব।